নির্মাণাধীন কফি হাউজ উচ্ছেদ
এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় মান্নান ফকির গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলার আসামি মান্নান ফকিরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সেই সাথে আজুগড়া বেড়িবাধে সংলগ্ন অবৈধভাবে নির্মানাধীন কফি হাউজ উচ্ছেদ করা হয়। সোমবার (২ডিসেম্বর) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া থেকে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মান্নান বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকির এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুস সালাম ফকিরের ছোট ভাই।
সেনাবাহিনীর বেলকুচি-এনায়েতপুরের দায়িত্বপ্রাপ্ত মেজর মারুফ হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবিরও শুরু হয়। শেষ পর্যন্ত মান্নানকে পুলিশের সাহায্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া অবৈধভাবে নদীর মধ্যে কফি হাউজ নির্মানাধীন স্থাপনা উচ্ছেদ করে দেয়।এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, এলাকায় মান্নান যমুনাচরের ভূমিদস্যু ও বালুখেকো হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, সংষর্ষ ও বালি লুটের ৭টি মামলা রয়েছে।
গত ৪ আগস্ট এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলারও আসামি তিনি। জিজ্ঞাসাবাদে মান্নান পুলিশ হত্যা মামলায় তিনি, তাঁর বড় ভাই বদীউজ্জামান ওরফে বদি ফকির জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হলেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।
আপনার মতামত লিখুন