সরকারি বাঙলা কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অন্যতম জনপ্রিয় সরকারি বাঙলা কলেজে গঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি। আগামী এক বছরের জন্য আংশিক এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়েও বলা হয়েছে।
কমিটির প্রধান উপদেষ্টা বিএনপির ভাইস চেয়ারম্যান ও লক্ষীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া কর্তৃক অনুমোদিত হয় উক্ত কমিটি। প্রধান উপদেষ্টার পাশাপাশি সম্মতি প্রকাশ করেছেন অন্যান্য উপদেষ্টা গণ।
কলজেটিতে লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতিতে গঠিত হয় উক্ত কমিটি। এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভির হোসেন প্রিতম এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান বিভাগের শাহীন হোসেন দায়িত্ব পেয়েছেন।
দায়িত্ব পেয়ে কমিটির নবনির্বাচিত সভাপতি বলেন, “লক্ষ্মীপুর থেকে বাঙলা কলেজে পড়ালেখা করতে আসা প্রতিটি শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করবো।গরীব মেধাবী শিক্ষার্থীদের সকল প্রয়োজনে আমরা পাশে থাকবো। এমনকি আমাদের সংগঠন থেকে জেলা পর্যায়ের সকল ভর্তি পরীক্ষার্থীদের থাকা, খাওয়ার সুব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।”
কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, “লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় কাজ করবো। রক্তদান সহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিটি কর্মকান্ডে উদ্বুদ্ধ করবো সবাইকে। আমাদের সংগঠনের স্বাস্থ্যবান সকল শিক্ষার্থী রক্তদান করবে জরুরি মুহুর্তে। এছাড়া কলেজে সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো আমরা। যারা আর্থিকভাবে দুর্বল তাদের পাশে দাঁড়াবো। ভর্তি ফি বা পরীক্ষার ফি দিতে না পারলে তাদের যথাসাধ্য সাহায্য করবো আমরা।”
এদিকে কলেজে অধ্যয়নরত লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের কাছে মতামত জানতে চাওয়া হয় কমিটি সম্পর্কে। তারা সকলেই ইতিবাচক মতামত দিয়েছেন। সেইসাথে সকলের সম্মিলিত প্রয়াসে কমিটিকে একটি আদর্শ সংগঠনরূপে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন