শ্রীপুরে গভীর রাতে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হাতে স্বামী খুন, আটক ২
গাজিপুর জেলা শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় ঢাকা থেকে মাওনা চৌরাস্তার কেওয়া পশ্চিম খন্ড মসজিদ মোড় এলাকাতে রিকশা থেকে নামেন স্ত্রী সহ।
বাসায় ঢোকার পথে কিশোর গ্যাং এর সাথে তর্ক-বিতর্কের জেরে জনৈক মোহাম্মদ আলী মিয়ার মেয়ের জামাতা বরিশাল জেলার, বানারীপাড়া উপজেলার, ইলুহার গ্রামের মোহাম্মদ আব্দুল হাই, এর ছেলে মোঃ হাসিবুল ইসলাম (৪০) কে ৮/১০ জন স্থানীয় কিশোর গ্যাং এর সদস্যরা নেশাগ্রস্ত হয়ে হাতাহাতি ধস্তাধস্তি কিল ঘুষি ও ইট দ্বারা বুকের মধ্যে আঘাত করলে হাসিবুল ইসলাম গুরুতর আহত হয়।
পরবর্তীতে হাসিবুল ইসলাম কে মাওনা আল হেরা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আল হেরা থেকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উক্ত হাসিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। রাত আনুমানিক ৩ টার দিকে ঘটনাটি ঘটে।
এর ঘটনার জের ধরে শ্রীপুর থানা পুলিশ কর্তৃক নিহত পরিবারের তথ্যের ভিত্তিতে কেওয়া পশ্চিম খন্ড গ্রামেরর আলী আকবরের ছেলে অন্তর (২০)ও বেলাবো গ্রামের, পাগলা, থানার জেলা ময়মনসিংহ বর্তমান শ্রীপুর উপজেলার এমসি বাজারের, (জনৈক জহিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া)মোহাম্মদ রোমান(১৯) কে আটক করে শ্রীপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন দুজনকে আটক করে নিয়ে আসা হয়েছে বাদ বাকি আসামি ধরার প্রক্রিয়াধীন রহিয়াছে
আপনার মতামত লিখুন