রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু
রাজধানীর মিরপুরের কালশী ফ্লাইওভারের নিচে ট্রাকের ধাক্কায় মোটরবাইক আরোহী মোঃ সিয়াম (১৫)কিশোর নিহত হয়েছে।নিহত পোশাক শ্রমিক।
বৃহস্পতিবার(১৬জানুয়ারি)রাত ১১:৩০ এর দিকে এই দুর্ঘটনটি ঘটে। পরেগুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২:৩০এর দিকে মৃত ঘোষণা করে।
নিহতের দুলাভাই রিয়াজ বলেন,
আমার শ্যালক পোশাক শ্রমিক ছিল,গতরাতে ১১:৩০ এর মোটরসাইকেল চালিয়ে কালশি ফ্লাইওভারে নিচে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল কে ধাক্কা দেয় এতে আমার শ্যালক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন,
সিয়ামের বাসা মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের আবু বক্করের সন্তান। নিহত দুই ভাই দুই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আপনার মতামত লিখুন