খুঁজুন
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ, ১৪৩১

​প্রিয়াঙ্কার রেকর্ড!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
​প্রিয়াঙ্কার রেকর্ড!

বলিউডের ‘দেশি গার্ল’ বলা হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। সেই প্রিয়াঙ্কাই এখন ভারতীয় ছবিতে নেই। সেটা অনেক দিন হয়। এই সময়টাতে হলিউডের দিকে যাত্রা করেন, বিয়ে করেন, মা হন।

অনেক দিন ভারতীয় সিনেমায় দেখা না যাওয়া প্রিয়াঙ্কা এবার হাজির হচ্ছেন বলিউডের সেই চিরচেনা অঙ্গনেই। তাও আবার যেনতেন নির্মাতা নন, এস এস রাজামৌলির নতুন সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। এ সিনেমার জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিকও পাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলাকে সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, রাজামৌলির নাম ঠিক না হওয়া সিনেমার জন্য ৩০ কোটি রুপি বা ৪২ কোটি টাকা পাচ্ছেন প্রিয়াঙ্কা! রাজামৌলির অন্য কোনো সিনেমার নায়িকা আগে এত পারিশ্রমিক পাননি। হিন্দি সিনেমার নায়িকাদের যা পারিশ্রমিক হয়, এটা তারও প্রায় দ্বিগুণ। যদিও সিনেমাটিতে কারা অভিনয় করবেন, সেটা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বলিউডের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়িকা দীপিকা পাড়ুকোন, যিনি ১৫ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন সিনেমা প্রতি, এবার তাঁকে টপকে গেলেন প্রিয়াঙ্কা।

এর আগে জানা গেছে, ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবিটি উপহার দিতে চলেছেন পরিচালক এস এস রাজামৌলি। তাঁর এই ছবিতে আছেন দক্ষিণি তারকা মহেশ বাবু। ছবির বাজেট ১ হাজার কোটি রুপি! জঙ্গলে অ্যাডভেঞ্চার ঘিরে নির্মিত এ ছবিটি। জানা গেছে, রাজামৌলি তাঁর ‘বাহুবলী’ ছবির মতো এ ছবিটিকেও দুটি পর্বে আনতে চলেছেন।

রাজামৌলি নির্মিত এ সিনেমায় মনোমুগ্ধকর দৃশ্য এবং আকর্ষণীয় গল্প দেখানো হবে বলে আশা করা হচ্ছে। সিনেমার শুটিং হবে হায়দরাবাদ ও কেনিয়ার বিভিন্ন লোকেশনে। প্রিয়াঙ্কা ও মহেশ ছাড়া সিনেমায় আর কে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, জন আব্রাহাম তাদের সঙ্গে যুক্ত হতে পারেন।

মহেশ বাবুর এ ছবির প্রথম পর্ব ২০২৭ সালে, আর দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবির গল্প লেখার কাজ প্রায় শেষ হয়ে গেছে। শোনা যাচ্ছে, চলতি বছরের এপ্রিলেই রাজামৌলি এ ছবির শুটিং শুরু করবেন।

দুমকিতে জনতার হাতে সরকারি চাল জব্দ

মোঃ নাসির উদ্দিন জুয়েল, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
দুমকিতে জনতার হাতে সরকারি চাল জব্দ

পটুয়াখালীর, দুমকিতে ওএমএস’র সরকারি ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০ঘটিকার সময়,লেবুখালী পাগলার মোড় এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়, স্থানীয় জনতা চালগুলো আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ চাল জব্দ করে এবং ডিলারের গুদাম সিলগালা করে দেয়।

দুমকি উপজেলার ২ নং লেবুখালী ইউনিয়নের খোলা বাজারে (ওএমএস) হতদরিদ্রেদের বিক্রয়ের জন্য নির্ধারিত ডিলার খলিল সিকদার হতদরিদ্রদের কাছে এসব চাল বিক্রি না করে গোপনে বেশি মূল্যে বিক্রির জন্য গুদাম থেকে স্থানীয় মালেক শিকদারের দোকানের সামনে চাল পাঠিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতা চাল আটক করে প্রশাসনকে খবর দেয়।

ডিলার খলিল সিকদার বলেন এসব চাল আমার নয়। আমি এর সাথে কোন রকম জড়িত নই।

উপজেলা নির্বাহী অফিসার মো.শাহীন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে উপস্থিত হয়ে ১১ বস্তা চাল জব্দ করে ডিলারের গুদাম সিলগালা করে দেন।

দুমকি থানার অফিসার ইন চার্জ ওসি জাকির হোসেন বলেন ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে মামলা নম্বর-৩।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জোড়া চোটে বিপাকে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জোড়া চোটে বিপাকে অস্ট্রেলিয়া

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি যত এগিয়ে আসছে, অস্ট্রেলিয়ার বিপদ যেন ততোই বাড়ছে। অবস্থা এমন যে, ঘোষিত ১৫ জনের স্কোয়াড ঠিকঠাক রাখতে পারছে না তারা।

ইনজুরিতে অলরাউন্ডার মিচেল মার্শের ছিটকে যাওয়ার ঘটনা পুরনো হওয়ার আগেই অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউডের ব্যাপারে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যাবে অজিরা। দলের অধিনায়ক হিসেবেও নতুন কাউকে দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আজ ‘এসইএন’ রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে দলের ইনজুরি পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘কামিন্স বোলিং করতে পারছে না, ফলে তার না খেলার সম্ভাবনাই বেশি। ফলে আমাদের এখন নতুন অধিনায়ক প্রয়োজন। স্টিভ স্মিথ ও ট্রাভিস কথা হয়েছে। তাদের দুজনকেই নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে।’

তবে জশ হ্যাজলউডের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি অজি কোচ। এখনো ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন ডানহাতি পেসার। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় পাচ্ছে দলগুলো। কামিন্স ও হ্যাজলউড যদি মার্শের মতোই ছিটকে যান, তাহলে স্কোয়াডে তিনটি পরিবর্তন আনতে হবে অস্ট্রেলিয়াকে। অজি কিংবদন্তি রিকি পন্টিং কিছুদিন আগে ‘দ্য আইসিসি রিভিও’ অনুষ্ঠানে মার্শের জায়গায় অভিষেকের অপেক্ষায় থাকা মিচ ওয়েনের নাম বলেছিলেন। আর বাকি দুই জায়গার জন্য শন অ্যাবট এবং স্পেন্সার জনসনের নাম শোনা যাচ্ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘বি’-তে পড়েছে অস্ট্রেলিয়া। যেখানে তাদের সঙ্গে আছে আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা (এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা বাকি)।

৯৮ টাকা দরে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
৯৮ টাকা দরে ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৭ কোটি ৯২ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৭ টাকা ৯২ পয়সা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি দরপ্রস্তাবই কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান নাবিল নবা ফুডস লিমিটেড এই ডাল সরবরাহ করবে। ৫০ কেজির বস্তায় প্রতি কেজি ৯৭ টাকা ৯২ পয়সা হিসেবে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ে ব্যয় হবে ৯৭ কোটি ৯২ লাখ টাকা।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৮ হাজার টন। এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ১ লাখ ২২ হাজার ৯৫০ টন। এখন আরও ১০ হাজার টন কেনার অনুমোদন মিলল।