বৈষম্যবিরোধীরা আমাদের ভাই-বোন: ছাত্রলীগ নেতা

রাজধানীর পল্টনে ঝটিকা মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধঘোষিত সংগঠন নড়াইল জেলার ছাত্রলীগ সভাপতি মো. নাঈম ভূঁইয়ার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার (১৯ মে) রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। এর আগে তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
রিমান্ড মঞ্জুর শেষে হাজতখানায় নেওয়ার সময় নিজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় নিজের সম্পৃক্ততার বিষয়ে এই প্রতিবেদক প্রশ্ন করলে নাঈম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধীদের সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না। আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না। তারা (বৈষম্যবিরোধী) আমাদের ভাই-বোন। কিন্তু বৈষম্যবিরোধীর নামে যদি কেউ সন্ত্রাস করে, সেটা তো আমরা প্রতিহত করবো।
তিনি আরও বলেন, নড়াইল জেলা ছাত্রলীগ রাজপথে ছিল, নড়াইল জেলা ছাত্রলীগ রাজপথে থাকবে। ছাত্রলীগ কাজ করছে, করবে। আমরা শেখ হাসিনার প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করবোই।
মামলায় নিজের বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমি শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ মে বিকেলে ছাত্রলীগের সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য রাজধানীর পল্টন থানাধীন বায়তুল মোকাররম ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে নাশকতা এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রচারণা চালায়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ খান।
নাঈম ভূঁইয়া ৪ আগস্ট নড়াইল জেলায় সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি। ১ এপ্রিল নড়াইলে জেলা ছাত্রলীগের ব্যানারে অন্তর্বর্তী সরকার পতনের দাবিতে করা বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নাঈম ভূঁইয়া। এছাড়া ২২ মার্চ রাজধানীর মোহাম্মদপুরে করা ছাত্রলীগের মিছিলেও নেতৃত্ব দিতে দেখা যায় তাকে।
আপনার মতামত লিখুন