খুঁজুন
মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে: সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। নির্বাচনের কথা বললেই তাদের রাগ হয়। তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি যদি ব্যবস্থা না নেন তবে তিনি সম্মানী মানুষ সম্মান বজায় থাকবে কিনা তাতে সন্দিহান।

সোমবার বিকালে সিলেটের শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগের চার জেলার বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট বিভাগের কার্যক্রম উদ্বোধন করতে সোমবার দুপুরে সিলেটে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিকালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানস্থলে।

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারানের উপদেষ্টা ড. মো. এনামুল হক, আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম নাসের রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে যাতে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেজন্য অনেক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের সঙ্গে বসেছি, কাজ করছি। তাই বাংলাদেশের মানুষের কাছে এ সংস্কারের জন্য সহায়তা চাই। কিন্তু এসব সংস্কারের জন্য কী নির্বাচিত সরকারের বিকল্প আছে?

এমন প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আমরা এই কথা বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না কি দাবি করবে- বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য নির্বাচন ব্যবস্থা ছাড়া আর কি আছে- এমন প্রশ্নও করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সেই নির্বাচনের কথা বললে তারা গোস্সা হয়। কোনো কোনো উপদেষ্টা আছেন বিশেষ করে একজন মহিলা উপদেষ্টা আমি নাম বলতে চাই না। তিনি বলেছেন- তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত, গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। যদি তারা এভাবে নির্বাচিত হন তবে নির্বাচন ব্যবস্থা আছে কেন? নির্বাচন কমিশন বা ভোটার তালিকার দরকার কি। যারা দীর্ঘ ১৬ বছর ধরে সংগ্রাম করছেন তারা কি করবেন?

বিএনপির এই নেতা বলেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখছেন অনির্বাচিতভাবে অনির্দিষ্টকালীন যতদিন মন চায় ততদিন ক্ষমতা ভোগ করবেন।

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি এখনো করব। আপনি যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তাতে আপনার সম্মান রক্ষা হবে, দেশের মানুষ আশ্বস্ত হবে এবং দেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে।

এ সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আপনার যে কয়জন উপদেষ্টা চক্রান্ত করছে, দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সেই বিষয়ে ব্যবস্থা নিন যাতে দেশে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়। আপনি সবার সম্মানিত ব্যক্তি আশাকরি আপনি সেই ব্যবস্থা নেবেন যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়। অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দিহান।

সালাহউদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ঢাকার রাজপথে জনগণ কয়েক দিন ধরে নগরভবন তালাবদ্ধ করে রেখেছে। তাদের দাবি আদালতের রায় মেনে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে ইশরাককে মেয়র ঘোষণা করে। তাকে আপনারা শপথ পাঠ করাবেন না, বিভিন্ন টালবাহানা করছেন। তাহলে কি এটা আইনের শাসন হলো? তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি।

তিনি বলেন, অল্পবয়স্ক স্থানীয় সরকার উপদেষ্টা মনে করছেন তারা আইনের শাসন মানবেন না। কোর্টের আদেশ মানবেন না, নির্বাচন কমিশনের গেজেট মানবেন না। তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সব সময় আপনাদের সহযোগিতা করেছি; সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ; কিন্তু তার মানে এই না আমরা দাসখত দিয়েছি আপনাকে, যা বলবেন তাই করার জন্য। এ সময় সোমবার রাতে অথবা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর আহ্বান জানান। অন্যথায় এ আন্দোলনকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্য শেষে নতুন সদস্যদের ফরম সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

ভাতা ও রেশনিং চালুর দাবি

অর্থ উপদেষ্টার অফিস কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ণ
অর্থ উপদেষ্টার অফিস কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দপ্তরে অবস্থান নিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের নিচে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে অর্থ উপদেষ্টার অফিস কক্ষে এসে অবস্থান নেন কর্মচারীরা।

এ সময় কর্মচারীদের পক্ষে পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ ও পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান।

কর্মচারীরা জানান, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এ স্থান থেকে যাবো না। প্রয়োজনে সারারাত বসে থাকবো। এ সময় তারা স্লোগান দেন ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

পরে তারা অর্থ মন্ত্রণালয়ে এসে তারা উপদেষ্টার অফিস কক্ষের সামনের করিডোরে বসে অবস্থান নেয়।

সীমান্ত ব্যাংকে নিয়োগ, নেবে অফিসার ও সিনিয়র অফিসার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ
সীমান্ত ব্যাংকে নিয়োগ, নেবে অফিসার ও সিনিয়র অফিসার

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ মে।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

বিভাগের নাম: ফাইন্যান্স ডিভিশন

পদের নাম: অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)

পদ সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)

অভিজ্ঞতা: ২-৬ বছর

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ৩০-৩৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ২৪ মে, ২০২৫

কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৭৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৭৪

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত (নন-ইউনিফর্ম) ১৫ ক্যাটাগরির ১৭৪ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু সোমবার (১৯ মে) থেকে।

পদের নাম ও বিবরণ

১. পদের নাম: ফার্মাসিস্ট

পদসংখ্যা: ৩০

যোগ্যতা: ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ফার্মেসি সনদপ্রাপ্ত।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্নাতক বা সমমান পাস

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৪. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৫. পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ১০

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৬. পদের নাম: কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬৫

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৭. পদের নাম: অফিস সহকারী কাম বিক্রেতা (শোরুম)

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৮. পদের নাম: অফিস সহকারী কাম বিক্রেতা (রেশন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৯. পদের নাম: টাস্ক টেকার

পদসংখ্যা: ৬

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১০. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১১. পদের নাম: শিক্ষক

পদসংখ্যা: ২৬

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড ১৭)

১২. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড ১৭)

১৩. পদের নাম: মাস্টার দরজি

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)

১৪. পদের নাম: বুক বাইন্ডার ইন্সট্রাক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)

১৫. পদের নাম: ব্লাকস্মিথ

পদসংখ্যা: ৫

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)

বয়স: প্রার্থীর বয়স ১৯ মে তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা, ২ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের শেষ সময়: ১২ জুন ২০২৫।