খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ, ১৪৩১

জাতিসংঘের প্রতিবেদনে র‍্যাব-এনটিএমসি বিলুপ্তির সুপারিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ
জাতিসংঘের প্রতিবেদনে র‍্যাব-এনটিএমসি বিলুপ্তির সুপারিশ

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকাণ্ড সীমিত করার সুপারিশ করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে।

জাতিসংঘের অনুসন্ধান দলটি জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত এবং সমস্যার মূল উৎস খুঁজে বের করতে ৫০টির মতো সুপারিশ করেছে।

সুপারিশে বলা হয়েছে, নিরপেক্ষভাবে কার্যকর, পক্ষপাতহীনতার সঙ্গে সব বিচারবহির্ভূত হত্যা ও গুমের ঘটনার তদন্ত করতে হবে। র‍্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করেছে।

অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে বাহিনীর কারো বিরুদ্ধে অভিযোগ না থাকলে নিজ বাহিনীতে ফেরত পাঠানো; বিজিবি, ডিজিএফআইসহ গোয়েন্দা সংস্থার আইনি ক্ষমতার লাগাম টেনে ধরা; আনসার, বিজিবিকে সামরিক বাহিনী থেকে মুক্ত রাখা; অধ্যাদেশ জারির মাধ্যমে সামরিক বাহিনী অভ্যন্তরীণ যেকোনো পরিস্থিতিতে কতটা সময় কাজ করবে এবং মাঠে থাকবে, তা নিশ্চিত করা।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জাতিসংঘ মূলত ৫টি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে, সেগুলো হলো জবাবদিহি ও বিচারব্যবস্থা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসন। সংস্থাটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে সবার আগে এসব খাতে সংস্কারের উদ্যোগ নিতে হবে।

গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পরপরই জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ সরকার।

আগস্টে জাতিসংঘের প্রাক-তদন্ত দল ঢাকা আসে। আর সেপ্টেম্বরে মূল তদন্ত কাজ শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করে। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ প্রতিবেদন প্রকাশ করে।

কেন্দ্রীয় কারাগারের আরও এক হাজতি অসুস্থ হয়ে মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
কেন্দ্রীয় কারাগারের আরও এক হাজতি অসুস্থ হয়ে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আব্দুর রাজ্জাক (৫৫) হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুঃ)বিকেলে দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৬ টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোঃ মেহেদী বলেন,
বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলে,
এ,রাজ্জাক কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার হাজতি নাম্বার ৩৪৮৫৯/২৪ নিহতের গ্রামের বাড়ী ঢাকার সাভারের মজিদপুর এলাকার আব্দুর রহমানের সন্তান তবে কি মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানাতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো বলে,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেলকুচিতে বাংলাদেশ স্কাউটের ১০ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
বেলকুচিতে বাংলাদেশ স্কাউটের ১০ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস, বেলকুচি উপজেলা শাখায় ৩ বছর মেয়াদি কমিটি গঠন সম্পূর্ণ করা হয়। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া সভাপতি ও শিবানী রানী ঘোষ কে সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সিরাজগন্জ বেলকুচিতে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সিরাজগন্জ জেলা  শাখার সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক অফিসার এস এম গোলাম রেজা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম,সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা শিক্ষক মন্ডলীগন।

কমিটির অন্যান্য সদস্যা  হলেন সহ সভাপতি এস, এম গোলাম রেজা উপজেলা মাধ্যমিক অফিসার,মোস্তাফিজুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইউসুফ আলী, সুপার ধুকুরিয়াবেড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নজরুল ইসলাম প্রধান শিক্ষক সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,মিজানুর রহমান প্রধান শিক্ষক মাহমুদপুর সঃ প্রাঃ বিদ্যালয়।

কমিশনার মেহেদী মাসুদ প্রধান শিক্ষক সোহাগপুর নতুনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়।কোষাধ্যক্ষ মনিরুজ্জামান (ভার প্রাপ্ত প্রধান শিক্ষক বেলকুচি সঃ প্রাঃ বিদ্যালয়। যুগ্ম সাধারণ সম্পাদক: ইফতেখার মোহাম্মদ আহসান উল্লাহ ধুকুরিয়াবেড়া দক্ষিণ পাড়া সঃ প্রাঃ বিদ্যালয়।গ্রুপ সভাপতি: ছাইদুল ইসলাম, আব্দুল কাদের, মনোয়ারুল ইসলাম, হামিদা খাতুন,অডিটর, নুরুল ইসলাম মোল্লা, রাবেয়া বসরী, ও শামিম রেজা।

সিরাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতিবন্ধীতা ও একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ শুরু করা হয়। অ্যাকশন অন ডিজ্যাবিলিটি এন্ড ডেভেলপমেন্ট এডিডি ইন্টারন্যাশনাল আয়োজনে, এফসিডি/ইউকে এইড এর সহযোগিতায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)  সকালে সদর  উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে, দুই দিনব্যাপি উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। 
প্রশিক্ষক ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথ এবং  মোছাঃ দিলরুবা। 
দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব রয়েছেন ,  এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ নাজমুল হোসাইন। 
উক্ত প্রশিক্ষণে সদর  উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ জন  শিক্ষক অংশগ্রহণ করছেন ।