খুঁজুন
রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২

ধর্ষকের শাস্তি চেয়ে সিংড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ
ধর্ষকের শাস্তি চেয়ে সিংড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা ১২টার দিকে সিংড়া কোর্টমাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর-বগুড়া মহাসড়কে এসে স্লোগান দেয়।

এসময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘‘আমার বোনের কান্না আর না আর না’’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ স্লোগান দেন।

মিছিলে নেতৃত্ব দেন জারিফ আল তাহসিন, ফাহাদ, শাহরিয়ার সিয়াম, তাহসিন, সিনহা, রুকাইয়া, শিফা প্রমুখ।