সিএসএস এনজিও কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঝিনাইদহে সিএসএস এনজিও কর্তৃক ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ২২/০৫/২০২৫ ইং তারিখে সিএসএস ঝিনাইদহ শাখার পাগলাকানাই এর নিজস্ব কার্যালয়ে সামনে এই কর্মসূচী পালিত হয় সারাদিন ব্যাপী।
এই চিকিৎসা সেবা কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে। এখানে মা ও শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ শবনম মুশতারী। প্রায় শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় সিএসএস এনজিও এর পক্ষ থেকে।
ডাঃ শবনম মুশতারী বলেন,আমরা প্রাথমিকভাবে মা ও শিশু রোগীদের সাধারন চিকিৎসা সেবা দিয়েছি পাশাপাশি ফ্রীতে ঔষুধও দেওয়া হয়েছে রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে।
এই সময় সিএসএস এনজিও কর্তৃক ফ্রী মেডিকেল সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোটন।প্রোগ্রাম ম্যানেজার রামপ্রসাদ মন্ডল।আরএম তাপস কুমার।ব্রাঞ্চ ম্যানেজার জগময় সরকার।
আরএম তাপস কুমার সাংবাদিকদের বলেন,প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা ঝিনাইদহ জেলার বিভি্ন্ন স্থানে এই ফ্রী চিকিৎসা সেবা পরিচালনা করছি।কারন হিসাবে তিনি বলেন,বাংলাদেশের জনসংখ্যার অনেকেই দারিদ্র সীমার নিচে বসবাস করে।তাই আমাদের এনজিও সিএসএস এর পক্ষ থেকে নিয়মিত ভাবে এই ধরনের সেবা চলমান রয়েছে।
সিএসএস এনজিও কর্তৃক ফ্রী চিকিৎসা সেবা পেয়ে সাধারণ মানুষ খুশি ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে সিএসএস এনজিও কর্তৃপক্ষকে।
আপনার মতামত লিখুন