খুঁজুন
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ, ১৪৩২

উগ্রবাদী হিন্দু রাষ্ট্রের একপেশে আচরণ

মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে অসন্তুষ্ট বর্বর ভারত

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ
মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে অসন্তুষ্ট বর্বর ভারত

ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর বর্বর হামলা, নির্যাতন বন্ধ করে ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের আহ্বানে বেজার বা অসন্তুষ্ট হয়েছে বর্বর দেশটির সরকার। এ বিষয়ে বিবৃতি দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৮ এপ্রিল) দেওয়া বিবৃতিতে জয়সওয়াল অন্তর্বর্তী সরকারের ওই আহ্বানকে ‘অসৎ প্রয়াস’ বলে মন্তব্য করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সরকার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নিকৃষ্ট সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানায়।

কট্টরপন্থী ও উগ্র হিন্দু প্রতিবেশী দেশটিকে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বানও জানায় ঢাকা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের এই অবস্থান তুলে ধরে বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।

বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায়।
এই বক্তব্যের প্রসঙ্গ টেনে জয়সওয়াল তার বিবৃতিতে বলেন, আমরা পশ্চিমবঙ্গে সংঘটিত ঘটনাসমূহ নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করছি।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের ঘটনা; যেখানে অপরাধে জড়িত ব্যক্তিরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল অবস্থান প্রকাশে এটি এক ধরনের ছলনাপূর্ণ ও অসৎ প্রয়াস।

সামপ্রদায়িক বিতর্কিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, এ ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য করা এবং নৈতিকতা প্রদর্শনের বদলে বাংলাদেশ তার দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে ভালো হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গের বিতর্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সহিংসতার জন্য নির্লজ্জভাবে বাংলাদেশকে দোষারোপ করেন। তার দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করে চক্রান্ত করে সেখানে অশান্তি লাগিয়েছেন।

উল্লেখ্য, শুধু পশ্চিমবঙ্গে নয়, সংশোধিত নামে তুমুল বিতর্কিত ও মুসলিমদের অধিকার হরণ করা ওয়াকফ আইন ঘিরে উত্তর প্রদেশসহ দেশটির আরও কিছু অঞ্চলে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের নানা তথ্য গণমাধ্যমের খবরে উঠে আসছে। যা রীতিমতো লোমহর্ষক। তবুও বিশ্ব মিডিয়া চুপ, এমনকি বাংলাদেশের অনেক নামধারী মুসলমান গোষ্ঠীও চুপ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে ড.ইউনুসের সরকারকে বেকায়দায় ফেলতে পলাতক শেখ হাসিনা ভারতে বসে সর্বোচ্চ ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি ভারতে মুসলমানদের উপর এই জুলুম, নির্যাতন, হত্যাকান্ড হয়তো তারই অংশ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
১

শ্রমিক কল্যান ফেডারেশন ক্যান্টনমেন্ট থানায় ফ্রী মেডিক্যাল সেবা অনুষ্ঠিত

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
শ্রমিক কল্যান ফেডারেশন ক্যান্টনমেন্ট থানায় ফ্রী মেডিক্যাল সেবা অনুষ্ঠিত

দাওয়াতি পক্ষ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ক্যান্টনমেন্ট থানায় ফ্রী মেডিক্যাল সেবা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রিদম ব্লাড সেন্টার ও ডিফেন্স হেলথ কেয়ারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেডিক্যাল সেবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সভাপতি মাওলানা মোঃ মহিব্বুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহঃ সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন থানা সভাপতি মোঃ নাজিবুর রহমান, সহঃ সভাপতি মোঃ ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এবং রিদম ব্লাড সেন্টার ও ডিফেন্স হেলথ কেয়ারের কর্মকর্তা বৃন্দ।

দিনব্যাপী এদিনের মেডিক্যাল সেবায় দরিদ্র ও মেহনতি মানুষকে বিনামূল্যে ডাক্তারী পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার সুবিধা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিব্বুল্লাহ বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন আপামর মেহনতি মানুষের সংগঠন। প্রতি সপ্তাহে একদিন এ মেডিক্যাল সেবা প্রদান করা হবে ইনশাআল্লাহ। দেশের ৮০ ভাগ মানুষ শ্রমজীবী। তাদের শ্রমে দেশের অর্থনীতি আজ বিশ্ববাজারে উন্নতির রোল মডেলে পরিনত হয়েছে। ৭১ এর স্বাধীনতা ও ২৪ এর গণ বিপ্লবে শ্রমিক জনতা অকাতরে প্রাণ দিয়েছে। কিন্তু তাদের প্রাপ্য অধিকার এখনো পায়নি।

তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি শ্রমিকদের সকল ন্যায্য দাবী পূরন, স্বাস্থ্য সেবা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকরন, বার্ধক্য ও কর্মক্ষমতাহীন শ্রমিকদের তালিকা করে সরকারি সুবিধা প্রদানের দাবী জানান। আগামীতে শ্রমিক কল্যান ফেডারেশনের সাথে থাকতে উপস্থিত জনতাকে আহ্বান জানান।

আ’লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা: উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
আ’লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা: উপদেষ্টা

আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বেলা ১১টা ১০মিনিট নাগাদ রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে যান তিনি।
পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেহেতু মিছিল হয়েছে, এটার ভেতর কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যাতে ভবিষ্যতে না হতে পারে সে জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি তারা এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আপনাদের অরগানাইজ করতেই দেখেন কত কষ্ট হয়। সেখানে পুরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে যে কি পরিমান কষ্ট তা আপনারাও বুঝতে পারবেন। তবে আমরা চেষ্টা করতেছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির দিকে যায়।’

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চারটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন বলে জানা গেছে। এগুলো হলো, বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা।