বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী পহেল বৈশাখ ১৪৩২ খিঃ রোজ সোমবার শুভ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্দোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকায় বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম আলী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রানা ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পকলা একাডেমির সেক্রেটারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেরগন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেলকুচির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের শ্রেনিপেশার জনসাধারণ কে আগামী পহেলা বৈশাখ রোজ সোমবার সকাল ৯.০০ ঘটিকায় বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে বৈশাখী শোভাযাত্রায় শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়।
আপনার মতামত লিখুন