ঢাকা ১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সঙ্গে ক্যান্টনমেন্ট থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোনোনীত প্রার্থী বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান জনাব ডাঃ এস এম খালিদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা ক্যান্টনমেন্ট থানার প্রতিনিধি গণ।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা ক্যান্টনমেন্ট থানা সভাপতি মোঃ নাজিবুর রহমান। সাথে ছিলেন সহঃ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস মিয়া, অর্থ ও প্রচার সম্পাদক সৈয়দ মাহাবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আমির হোসেন।
আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট এলাকার ভুমি উন্নয়ন ব্যাবসায়ী মোঃ কামরুল হাসান, মোঃ আনোয়ার হোসেন, ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মাহমুদ কাউসার হীরা, পাঠাগার ব্যবসায়ী সাইদুল ইসলাম, গার্মেন্টস প্রিন্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান এবং বিশিষ্ট চিকিৎসক মোঃ আদনান সিরাজী এবং ক্বারী মোঃ হাবিবুর রহমান সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট এলাকার শান্তি-শৃঙ্খলা, বাজার ব্যবস্থাপনা, চাদাবাজী নিরোধকরন, জলাবদ্ধতা নিরসন ও রাস্তা মেরামত সহ বিভিন্ন সামাজিক বিষয়ে মতবিনিময় করেন এবং প্রার্থীর নিকট নিজেদের চাওয়া ও প্রস্তাবনা তুলে ধরেন।
প্রার্থী জনাব ডাঃ এস এম খালিদুজ্জামান এসকল বিষয়ে উনার পরিকল্পনা আলোকপাত করেন।
নির্বাচনী কাজে আগামীতে কি কি বিষয় চ্যালেন্জ হতে পারে তা নিয়ে আলোকপাত করেন থানা সভাপতি মোঃ নাজিবুর রহমান।
শ্রমিক কল্যান ফেডারেশন আগামী নির্বাচন এবং স্থানীয় সকল কার্যক্রমে জামায়াত মনোনীত প্রার্থীকে সার্বিক সহযোগিতা করা ও পাশে থাকার আশ্বাস দেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
আপনার মতামত লিখুন