খুঁজুন
বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

ঢাকা ১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সঙ্গে ক্যান্টনমেন্ট থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
ঢাকা ১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সঙ্গে  ক্যান্টনমেন্ট থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোনোনীত প্রার্থী বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান জনাব ডাঃ এস এম খালিদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা ক্যান্টনমেন্ট থানার প্রতিনিধি গণ।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা ক্যান্টনমেন্ট থানা সভাপতি মোঃ নাজিবুর রহমান। সাথে ছিলেন সহঃ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস মিয়া, অর্থ ও প্রচার সম্পাদক সৈয়দ মাহাবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আমির হোসেন।

আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট এলাকার ভুমি উন্নয়ন ব্যাবসায়ী মোঃ কামরুল হাসান, মোঃ আনোয়ার হোসেন, ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মাহমুদ কাউসার হীরা, পাঠাগার ব্যবসায়ী সাইদুল ইসলাম, গার্মেন্টস প্রিন্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান এবং বিশিষ্ট চিকিৎসক মোঃ আদনান সিরাজী এবং ক্বারী মোঃ হাবিবুর রহমান সহ আরও অনেকে।

উক্ত অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট এলাকার শান্তি-শৃঙ্খলা, বাজার ব্যবস্থাপনা, চাদাবাজী নিরোধকরন, জলাবদ্ধতা নিরসন ও রাস্তা মেরামত সহ বিভিন্ন সামাজিক বিষয়ে মতবিনিময় করেন এবং প্রার্থীর নিকট নিজেদের চাওয়া ও প্রস্তাবনা তুলে ধরেন।

প্রার্থী জনাব ডাঃ এস এম খালিদুজ্জামান এসকল বিষয়ে উনার পরিকল্পনা আলোকপাত করেন।

নির্বাচনী কাজে আগামীতে কি কি বিষয় চ্যালেন্জ হতে পারে তা নিয়ে আলোকপাত করেন থানা সভাপতি মোঃ নাজিবুর রহমান।

শ্রমিক কল্যান ফেডারেশন আগামী নির্বাচন এবং স্থানীয় সকল কার্যক্রমে জামায়াত মনোনীত প্রার্থীকে সার্বিক সহযোগিতা করা ও পাশে থাকার আশ্বাস দেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

ভারতে শেখ হাসিনার সঙ্গে আ’লীগ নেতাদের বৈঠক, যা জানা গেল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ
ভারতে শেখ হাসিনার সঙ্গে আ’লীগ নেতাদের বৈঠক, যা জানা গেল

সম্প্রতি ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহারউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিমসহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায়।

দিল্লির থেকে উড়িস্যায় পৌঁছেছেন স্বৈরশাসক শেখ হাসিনা। দেশ ত্যাগের পর তাদের সঙ্গে এই প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আওয়ামী লীগ নেতাদের ভারতের ওড়িশায় পৌঁছানোর কোনো ঘটনার নয় বরং এটি ২০২৪ সালে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের কঠোর নিরাপত্তায় মিয়া চান্নুতে পৌঁছানোর দৃশ্যের।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কী-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে পাকিস্তানি গণমাধ্যম ‘SUNO NEWS HD’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৩ আগষ্ট ‘Exclusive | CM Punjab Maryam Nawaz Helicopter Entry at Mian Channu | Heavy Protocol | Arshad Nadeem’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

সেই ভিডিওর বিবরণী থেকে জানা যায়, এটি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের হেলিকপ্টারে মিয়া চান্নুতে আগমনের দৃশ্য, যেখানে তার সফরের জন্য নেওয়া কঠোর প্রোটোকল এবং নিরাপত্তা ব্যবস্থা দেখানো হয়েছে। প্রশংসিত অলিম্পিয়ান আরশাদ নাদিমও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি পাঞ্জাবের রাজনৈতিক প্রেক্ষাপট এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য উপস্থিতি তুলে ধরে।(অনূদিত)

পরবর্তীতে সেই তথ্যের সূত্র ধরে পাকিস্তানি গণমাধ্যম ‘Express News’ এর ইউটিউব চ্যানেলেও এই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য ভারতের ওড়িশায় পৌঁছানোর নয়।

সুতরাং ২০২৪ সালে পাকিস্তানের ভিন্ন ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য আওয়ামী লীগের নেতাদের ভারতের ওড়িশায় পৌঁছানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা।

ডিআইজি সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
ডিআইজি সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে এমন আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর সারদায় সংযুক্ত ডিআইজি, সিএমপির সাবেক পুলিশ কমিশনার (বর্তমানে ওএসডির আদেশপ্রাপ্ত) মো. সাইফুল ইসলামকে সিএমপির চান্দগাঁও থানার মামলায় গত ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

এতে আরো বলা হয়, সাইফুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন মো. সাইফুল ইসলাম।

এর আগে, তিনি এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

বেলকুচিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৯:৫৭ অপরাহ্ণ
বেলকুচিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রস্তাবিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৯ মে সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকপ্রশিক্ষণ হলরুমে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলার কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক আ: জা: মু: আহসান শহীদ সরকার।

এ সময় তিনি বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ণ রাখা এবং বাণিজ্যিকিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে।  

এ ছাড়াও বগুড়া আঞ্চলের পার্টনার প্রোগ্রামের  সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাব্বিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।