সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

“শিশু থেকে প্রবীণ,পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। বুধবার (২৮ মে) বেলা ১১ টার সময় কালেক্টরেট ভবন চত্বরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ নুরুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ জুলিয়া আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী, পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ পারভেজ সেখ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান সহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি র্যালী বের করা হয়৷ র্যালীটি কালেক্টর ভবন চত্বর ঘুরে সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন।
আপনার মতামত লিখুন