খুঁজুন
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ, ১৪৩২

জামায়াতের সমাবেশে সন্তোষ শর্মা, ক্ষমা চেয়ে দেওয়া পোস্ট ডিলিট করলেন রেজাউল করিম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ
জামায়াতের সমাবেশে সন্তোষ শর্মা, ক্ষমা চেয়ে দেওয়া পোস্ট ডিলিট করলেন রেজাউল করিম

সম্প্রতি জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলার বিতর্কিত সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে বির্তক তৈরি হয়েছে। বিষয়টি নানা মহলে ব্যাপক সমালোচনা শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করেন শিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তবে স্ট্যাটাসটি দেওয়ার কিছু সময় পরই সেটি ডিলিটও করে দেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রেজাউল করিমের দেওয়া স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘সন্তোষ শর্মার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। সম্প্রতি অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ও বিতর্ক চলছে। এরই মধ্য দিয়ে বেরিয়ে আসছে সন্তোষ শর্মার নানাবিধ বিতর্কিত ভূমিকা। বিশেষ করে এ দেশের শ্রদ্ধেয় আলিম-ওলামাদের ওপর নির্যাতনের ক্ষেত্রে তার সম্পৃক্ততার কথাও। কিন্তু ভালো হতো ক্ষতিগ্রস্তরা যদি আগেই তার ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে এরকম একজন ব্যক্তি হয়তো আমাদের প্রোগ্রামে আসার সুযোগও দিত না। আমরা আরও সতর্ক হতে পারতাম। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আবারো দুঃখ প্রকাশ করছি।

আজকেও আমি লিখছি- বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে বদ্ধপরিকর। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা অকাতরে শাহাদাত বরণ করেছেন। তাই জামায়াত তার নীতি, আদর্শ ও ঐতিহ্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করেনি, করবে না ইনশাআল্লাহ। কোনো একটি বিষয় ও কোনো ব্যক্তির জামায়াতের মিটিংয়ে উপস্থিতিকে কেন্দ্র করে আমাদের দীর্ঘ অবদান ও ভূমিকাকে খাটো করে দেখার সুযোগ আছে কি? শুধু আবেগ নয়, বাস্তবতার নিরিখে সমালোচনার অনুরোধ করছি। আসুন সব মজলুম জুলাই বিপ্লবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণেও এগিয়ে যাব ইনশাআল্লাহ’।

দুই পুত্রবধূসহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
দুই পুত্রবধূসহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই (এপ্রিল) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র জানায়, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের (৩০ এপ্রিল) মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন।

ঢাকাস্থ একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন।

চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ‘আশঙ্কামুক্ত’ নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন। সব কিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের (৩০ এপ্রিল) মধ্যে দেশে ফেরার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কোভিড-১৯ মহামারির সময় বিগত সকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেছেন খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফর করেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি।

সূত্র: ঢাকা পোস্ট, ইত্তেফাক।

বেলকুচিতে ক্লাইমেট এ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
বেলকুচিতে ক্লাইমেট এ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে ক্লাইমেট এ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল রবিবার দুপুরে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর বাস্তবায়নে ও সুইডেনের অর্থায়নে উপজেলার চালা এম. এম. প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল আলম, আকলিমা আক্তার, সাংবাদিক সবুজ সরকার, আব্দুর রশিদ ভূইয়া, হামিদা বেগম প্রমুখ।

শ্রীপুরে বাবার সম্পত্তির পুনরায় তদন্তের জন্য উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর আবেদন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ
শ্রীপুরে বাবার সম্পত্তির পুনরায় তদন্তের জন্য উপজেলা ভূমি কর্মকর্তা বরাবর আবেদন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় বাবার সম্পত্তি ফিরে এবং দখল বুঝে পেতে গাজীপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৪৫/২০২৫নং পিটিশন মোকদ্দমা দায়ের করেন মৃত আঃ আউয়াল এর উরশ জাত কন্যা রহিমা।

বিজ্ঞ আদালত দখলী প্রতিবেদন দেওয়ার জন্য স্মারক নং- ৪৩৯ (সং),গত ২৭জানুয়ারী শ্রীপুর পৌর ভূমি কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত সাপেক্ষে দখলীয় প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। শ্রীপুর পৌর ভূমি কর্মকর্তা গত ২৪ ফেব্রুয়ারি সরেজমিনে উপস্থিত হয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। যে প্রতিবেদন ভুক্তভোগীর মনমতো না হওয়ার কারণে পুনরায় তদন্তের জন্য আবেদন করেন।

ভূমি কর্মকর্তা তার প্রতিবেদনে, বিবাদীর পক্ষ তফসিলী জমিতে ২৫/৩০ বৎসর যাবত ভোগ দখলে আছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এমন টা বলেছেন রহিমা খাতুন।

ভোক্তভোগী রহিমা বলেন, পিটিশন মোকদ্দমা দায়ের করার পর বিবাদী পক্ষ রাতের আধারে অনুমান ১ মাস পূর্বে ভাসমান দোকান নির্মাণ করে। উল্লেখিত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে আমার মালিকানার অপূরনীয় ক্ষতি হবে। সেই মর্মে আমি শ্রীপুর পৌর ভূমি কর্মকর্তার দাখিল কৃত প্রেতিবেদনটি স্থগিত রাখার জন্য,এবং পুনরায় সরে জমিনে তদন্ত সহকারে সত্য তথ্য উপস্থাপনসহ সঠিক দখলীয় প্রতিবেদন প্রদান করার জন্য শ্রীপুর ভূমি কর্মকর্তা বরাবর পূনরায় তদন্তের জন্য রহিমা খাতুন একটি আবেদন করে।

উক্ত জমিনের তফসিল,জেলা- গাজীপুর, থানা ও সাব রেজিঃ অফিস শ্রীপুর অধীন ৭নং কেওয়া মৌজাস্থিত খতিয়ান নং- এস.এ-১২৮৩, আর.এস ৪১৪, দাগ নং- এস.এ- ৮৩৯, আর.এস- ২১১৭, ২২২০, মোট জমি ১৫৩০ একর।

এই ব্যাপারে শ্রীপুর পৌর ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, পিটিশন মুকাদ্দমার প্রতিবেদনের ক্ষেত্রে যার দখলে থাকবে আমি তার পক্ষেই প্রতিবেদন দাখিল করেছি। প্রতিবেদনের সময় আমি রহিমা খাতুন কে জিজ্ঞেস করলে তিনিও বলেছেন, জমি আমাদের দখলে নাই। এখন যদি আমার প্রতিবেদন তাদের মন মতো না হয় তাহলে পুনরায় তদন্তের আবেদন করতে পারে।