ট্রাফিক পুলিশের কাজে বাধা দেওয়ায় কারাদণ্ড

রাজধানীতে ট্রাফিক পুলিশের কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন ও পুলিশের ওপর হামলার অভিযোগে এক রিকশাচালক ও এক যাত্রীকে তাৎক্ষণিক আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৭-এপ্রিল) রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এবং লালবাগ থানাধীন বটতলা মোড়ে তাদের দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, তাঁতীবাজার মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করেন রিকশাচালক মো. আখতার হোসেন।
পুলিশ তাকে থামতে বললে তিনি পুলিশ সদস্যের ওপর হামলা করেন। এ ঘটনায় তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অপরাধটি আমলে নিয়ে আখতার হোসেনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০২ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে একটি অটোরিকশা। পুলিশ অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে অটোরিকশার আরোহী সোহেল রানা পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে সোহেল রানাকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০২ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত।
আপনার মতামত লিখুন