খুঁজুন
মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

জব্দ করা টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যয় করবে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
জব্দ করা টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যয় করবে সরকার

সরকার এখন পর্যন্ত কত টাকার সম্পদ জব্দ করেছে, সে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮ দশমিক ৭ কোটি টাকা। বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দকৃত অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪ দশমিক ২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০ দশমিক ৭ মিলিয়ন ডলার।

শফিকুল আলম বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন লুটের টাকা ম্যানেজমেন্টে একটি ফান্ড গঠনের জন্য। এই অর্থ ডিপোজিটর এবং একইসঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হবে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সাধারণ আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে।

তিনি বলেন, এই তহবিলে অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ারসহ জব্দ করা সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে। পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

ভাতা ও রেশনিং চালুর দাবি

অর্থ উপদেষ্টার অফিস কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ণ
অর্থ উপদেষ্টার অফিস কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দপ্তরে অবস্থান নিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের নিচে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে অর্থ উপদেষ্টার অফিস কক্ষে এসে অবস্থান নেন কর্মচারীরা।

এ সময় কর্মচারীদের পক্ষে পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ ও পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান।

কর্মচারীরা জানান, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এ স্থান থেকে যাবো না। প্রয়োজনে সারারাত বসে থাকবো। এ সময় তারা স্লোগান দেন ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

পরে তারা অর্থ মন্ত্রণালয়ে এসে তারা উপদেষ্টার অফিস কক্ষের সামনের করিডোরে বসে অবস্থান নেয়।

সীমান্ত ব্যাংকে নিয়োগ, নেবে অফিসার ও সিনিয়র অফিসার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ
সীমান্ত ব্যাংকে নিয়োগ, নেবে অফিসার ও সিনিয়র অফিসার

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ মে।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

বিভাগের নাম: ফাইন্যান্স ডিভিশন

পদের নাম: অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)

পদ সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)

অভিজ্ঞতা: ২-৬ বছর

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ৩০-৩৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ২৪ মে, ২০২৫

কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৭৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৭৪

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত (নন-ইউনিফর্ম) ১৫ ক্যাটাগরির ১৭৪ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু সোমবার (১৯ মে) থেকে।

পদের নাম ও বিবরণ

১. পদের নাম: ফার্মাসিস্ট

পদসংখ্যা: ৩০

যোগ্যতা: ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ফার্মেসি সনদপ্রাপ্ত।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্নাতক বা সমমান পাস

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৪. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৫. পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ১০

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৬. পদের নাম: কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬৫

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৭. পদের নাম: অফিস সহকারী কাম বিক্রেতা (শোরুম)

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৮. পদের নাম: অফিস সহকারী কাম বিক্রেতা (রেশন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৯. পদের নাম: টাস্ক টেকার

পদসংখ্যা: ৬

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১০. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১১. পদের নাম: শিক্ষক

পদসংখ্যা: ২৬

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড ১৭)

১২. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড ১৭)

১৩. পদের নাম: মাস্টার দরজি

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)

১৪. পদের নাম: বুক বাইন্ডার ইন্সট্রাক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)

১৫. পদের নাম: ব্লাকস্মিথ

পদসংখ্যা: ৫

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)

বয়স: প্রার্থীর বয়স ১৯ মে তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা, ২ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের শেষ সময়: ১২ জুন ২০২৫।