এজেন্ট ব্যাংকিংয়ে ২৮৫ কোটি টাকা বাড়তি ব্যয়
আল-আরাফাহ ব্যাংকের এমডি ডিএমডিসহ ৮ জনকে বাধ্যতামূলক ছুটি

তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে। রোববার (১৩ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নাদিম, ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুঁইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকে ছুটিতে পাঠানো হয়েছে।
আল–আরাফাহ ইসলামী ব্যাংক, এস আলম গ্রুপের দখলে থাকা আটটি ব্যাংকের মধ্যে অন্যতম। অনিয়ম ও জালিয়াতির অভিযোগে এসব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নিরীক্ষা চালাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরীক্ষায় যাতে অনৈতিক হস্তক্ষেপ না হয়, সে লক্ষ্যেই এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে বলে। এখন পর্যন্ত পুনর্গঠিত পর্ষদ আগে নিয়োগ দেওয়া ৭ এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
এর আগে, দীর্ঘদিন আল–আরাফাহ ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে আল–আরাফাহ ব্যাংকের পুরোনো বোর্ড ভেঙে গত ৩ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ার। পাঁচ সদস্যের এই বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা অনিয়ম ও অসঙ্গতির খোঁজ মিলছে।
সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের বোর্ড ভেঙে নতুন করে গঠন করেছে। এসব ব্যাংকের অনিয়ম ও জালিয়াতি তদন্তে চলছে বিশেষ অডিট। বিশেষ অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল দেশত্যাগ করেন।
প্রসংগত, গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকেও তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একইভাবে ছুটিতে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন