খুঁজুন
মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

জব্দ করা টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যয় করবে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
জব্দ করা টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যয় করবে সরকার

সরকার এখন পর্যন্ত কত টাকার সম্পদ জব্দ করেছে, সে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮ দশমিক ৭ কোটি টাকা। বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দকৃত অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪ দশমিক ২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০ দশমিক ৭ মিলিয়ন ডলার।

শফিকুল আলম বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন লুটের টাকা ম্যানেজমেন্টে একটি ফান্ড গঠনের জন্য। এই অর্থ ডিপোজিটর এবং একইসঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হবে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সাধারণ আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে।

তিনি বলেন, এই তহবিলে অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ারসহ জব্দ করা সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে। পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

প্রাইভেট ব্যাংকে চাকরি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:২০ পূর্বাহ্ণ
প্রাইভেট ব্যাংকে চাকরি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট/ বায়িং হাউস, করপোরেট ব্যাংকিং বিভাগে ‘আরএম (জেও-এসইও)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ: আরএম (জেও-এসইও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে, যার মধ্যে কমপক্ষে ২ বছর এক্সপোর্ট-ইমপোর্ট/বায়িং হাউস/করপোরেট ব্যাংকিং খাতে থাকতে হবে অভিজ্ঞতা।

আবেদনকারীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন কেউ এ পদে চাকরি পেলে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৫।

একদিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ
একদিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

সামনে শুক্রবার (২৩ মে) সারাদেশে ২৩টি সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে এতগুলো নিয়োগ পরীক্ষা হওয়ায় মারাত্মক সংকটে পড়েছেন হাজারো চাকরিপ্রার্থী। একই সময়ে একাধিক পরীক্ষা পড়ায় অনেকেই চাইলেও সব পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তারা।

বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলো একই দিনে হওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার সুযোগ হাতছাড়া হতে চলেছে অনেকের।

চাকরিপ্রার্থী রায়হান আহমেদ বলেন, একদিকে বিসিএস প্রস্তুতি, অন্যদিকে আলাদা নিয়োগ পরীক্ষা— সব কিছুর সঙ্গে যুদ্ধ করে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এখন একদিনে এতগুলো পরীক্ষার ঘোষণায় সব গড়বড় হয়ে যাচ্ছে। যেন ভাগ্যের ওপর নির্ভর করতে হচ্ছে কোনটা দেই, কোনটা ছাড়ি।

চাকরিপ্রার্থীদের অধিকার আদায়ে কাজ করা প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’ একে চাকরিপ্রার্থীদের সঙ্গে চরম তামাশা বলে আখ্যা দিয়েছে।

সোমবার (১৯ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক আওরঙ্গজেব স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, একদিনে ২৩টি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত মূলত হাজার হাজার চাকরিপ্রার্থীর স্বপ্ন ও শ্রমকে অবমূল্যায়ন করার নামান্তর। এটি চরম অবিচার ও প্রশাসনিক ব্যর্থতা।

একই দাবি জানিয়ে পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করা, কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করার এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি একাধিক প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে নির্ধারণ করার দাবিও জানান তারা।

নিজেকে আড়াল করতে চান পরীমণি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
নিজেকে আড়াল করতে চান পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।

কিছুদিন পর পরই প্রেম, বিয়ে, বিচ্ছেদ তো বটেই—কখনো অনিয়ন্ত্রিত মেজাজ চালচলনের কারণেও সমালোচনায় আসেন এই নায়িকা। তবে পরীর ভক্তদের অনেকেই মনে করেন, পরীমণি কখনো নিজের মেজাজ হারালেও আদতে পরে সেসব তিনি উপলব্ধি করতে পারেন। পরীমণি নিজেও সেটি অনুধাবন করেছেন হয়তো! আর তাকে নিয়ে সমসাময়িক সকল বিতর্ক কিংবা ঝামেলা এখন বিরক্ত হয়ে দাঁড়িয়েছে নায়িকার জন্য। জানালেন, এ জন্য নিজেকে বদলে ফেলবেন তিনি।

শুক্রবার (১৬ মে) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমণি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন তিনি।

নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমণি বলেন, আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।

নিজেকে আড়াল করতে যেয়েও পারেন না পরীমণি। এ নিয়ে আক্ষেপ করে নায়িকা বলেন, আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব, ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।