আনিসুল-সালমান-দীপু মনি-পলক-মোজাম্মেল বাবু হত্যা মামলায় গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে একাধিক হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের গুরুত্ব্পূর্ণ পদের কয়েকজন এবং সাংবাদিক মোজাম্মেল বাবুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
এরমধ্যে রাজধানীর বাড্ডা থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক; সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দুই এবং একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে পৃথক এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিকে আসামিদের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী এ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে এসব মামলায় গ্রেফতার দেখান।
আপনার মতামত লিখুন