খুঁজুন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ, ১৪৩২

মৌসুমের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে, এভাবেই ছুটতে চাই: মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
মৌসুমের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে, এভাবেই ছুটতে চাই: মেসি

জাতীয় দল থেকে ক্লাব, সকল পর্যায়ের প্রতিযোগিতার শিরোপা আছে লিওনেল মেসির শোকেসে। অর্জনের মুকুটে এবার যোগ হলো আরেকটি পালক। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে চলতি মৌসুমের প্রথম শিরোপা স্বাদ পেয়েছেন মেসি। কমিউনিটি শিল্ড জিতে মেসি জানিয়েছেন, মৌসুমের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এভাবেই ছুটতে চান।

কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে এবারের কমিউনিটি শিল্ড জিতেছে মায়ামি। এর আগে মায়ামির শিরোপা জয়ের মধ্যমনি ছিলেন মেসি। এবারও মেসি জাদুতেই শিরোপা স্বাদ পেয়েছে মায়ামি। প্রথমার্ধে দুই গোল করে যথারীতি জয়ের নায়ক মেসি।

৪৫তম মিনিটে নিজেদের অর্ধ থেকে মেসির উদ্দেশে ডি বক্সের সামনে উঁচু করে বল বাড়িয়ে দেন এক সতীর্থ। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ থেকে বুক দিয়ে বল নামিয়ে দারুণ দক্ষতায় আরও দুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।

প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডি বক্সের অনেকটা দূর থেকে ফ্রি কিক পেয়ে ব্যবধান বাড়ান মেসি। তার বাঁকানো শট একসময় মনে হচ্ছিলো বাইরে দিয়ে বের হয়ে যাবে। তাই ঝাঁপ দিতে গিয়েও থমকে যান প্রতিপক্ষ গোলরক্ষক। এদিকে বল দারুণভাবে বাঁক খেয়ে খুঁজে নেয় জাল। চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না প্রতিপক্ষ গোলরক্ষকের।

ম্যাচ শেষে অ্যাপল টিভিকে মেসি বলেন, ‘আমি খুশি। মৌসুমের শুরুতে আমরা জানতাম যে, এই শিরোপার জন্য লড়াই করতে পারে মায়ামি। শুরু থেকেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি, লক্ষ্য পূরণের মতো ফুটবলার আমাদের আছে। প্রথম লক্ষ্য পূরণ হলো, আমি খুশি। এখন আমরা তাকিয়ে আছি পরেরটিতে।’

মেসির সঙ্গে মায়ামি শিবিরে আছেন তার সাবেক ক্লাব বার্সেলোনবার তিন সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ। এরা যোগ দেওয়ার পর শক্তিশালী হয়েছে মায়ামি। এ নিয়ে মেসি বলেন, ‘কোচ জেরার্দোর সঙ্গে আমরা যোগ হওয়ার পর আমাদের পরিকল্পনা ছিল মাঠে দাপট দেখানো। মনে হচ্ছে সেটি পারছি। আমরা প্রতিটি ম্যাচেই এখন লড়াই করি।’

মেজর লিগ সকারে ৩২ ম্যাচে পয়েন্ট মায়ামির পয়েন্ট এখন ৬৮। বাকি দুটি ম্যাচ জিতলে নিয়মিত মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড গড়বে দলটি। ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়ে নিউ ইংল্যান্ড।

একই সঙ্গে সাপোর্টার্স শিল্ড জেতায় এমএলএস কাপ প্লেঅফের পুরোটায় খেলার সুযোগ পেল মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সের ৯টি করে দল নিয়ে এমএলএস কাপ প্লেঅফ হয়ে থাকে। মেজর লিগ সকারের চ্যাম্পিয়নশিপ এমএলএস কাপ।

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বসুন্ধরা মদন মোহন সেবা সদন মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মদন মোহন সেবা সদন মন্দিরের সভাপতি বৈদ্য নাথ রায়ের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বেলকুচি উপজেলার ছাত্র প্রতিনিধি মুসা হাশেমীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব ঘটেছিলো সকল ধর্মের মানুষের সামগ্রিক প্রচেষ্টায়। সুতরাং নতুন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রতন সাহা, এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: ইফতেখার আলম আসাদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, মদন মোহন সেবা সদনের সাধারণ সম্পাদক গৌতম সাহা, সহ-সভাপতি প্রদীপ সাহা, রনজিৎ সাহা, সন্তোষ সাহা, গৌতম সাহা, অমৃত নারায়ন দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সাধারন সম্পাদক রনি কুমার মিত্র প্রমূখ।

আসছে বড় বিনিয়োগ

বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা

মোঃ মাহফুজুর রহমান, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা

বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো আজ রোববার (২০ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

বৈঠকে উভয়পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করেন এবং তা আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বাণিজ্য, স্বাস্থ্যসেবা, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত উঠে আসে। উভয় পক্ষই এ খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হন।

এর আগে সকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে চীন। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিডের সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি টীকা চায়নার থেকে কিনেছে বাংলাদেশ। ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। এছাড়া, একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে।

বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান

ক্যান্টনমেন্ট থানায় শ্রমিক কল্যান ফেডারেশন’র আত্মকর্মসংস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
ক্যান্টনমেন্ট থানায় শ্রমিক কল্যান ফেডারেশন’র আত্মকর্মসংস্থান কর্মসূচি

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় সেলাই মেশিন ও কর্মসংস্হানের জন্য নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করেছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মো. মহিব্বুল্লাহ।

ক্যান্টনমেন্ট থানা কর্তৃক আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোগতাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক পুঁজি প্রদান অনুষ্ঠানে মাও.মহিবুল্লাহ বলেন, এদেশে অনেক ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্র সমুহ সঠিকভাবে কাজে লাগাতে পারলে অসংখ্য শ্রমিকদের চাকুরি প্রদান ও কাজে লাগানো সম্ভব। আমরা লক্ষ্য করছি এক শ্রেনী এসকল ক্ষেত্র সমুহকে চাঁদাবাজি, দখলবাজি করে মুষ্টিমেয় কিছু লোক তাদের আখের গোছানোর চেষ্টা করছে।

তিনি বলেন, কেবলমাত্র সৎ, যোগ্য লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসলে এসকল ক্ষেত্র শ্রমিকদের কল্যানে কাজে লাগানো যাবে, ইনশাআল্লাহ। আর সেই লক্ষ্যেই আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. মহিব্বুল্লাহ বলেন, মহান আল্লাহ ধনিদের সম্পদে দুস্থ মানুষের অধিকার রেখেছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। এদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কেউ অসহায় ও দরিদ্র থাকবেনা। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতে একটি কল্যানমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল মেহনতি মানুষকে শ্রমিক কল্যান ফেডারেশনের পতাকাতলে ঐক্য বদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।

থানা সভাপতি মোঃ নাজিবুর রহমানের সভাপতিত্বে ও থানা সহ-সভাপতি মোঃ ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাইফুল ইসলাম, থানার সাবেক সভাপতি আব্দুর রহমান, থানার অর্থ ও প্রচার সম্পাদক সৈয়দ মোঃ মাহাবুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ কামরুল হাসান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ নাজিবুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।