খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ, ১৪৩১

সিরাজগঞ্জে বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নিয়ন্ত্রিত আদালতের মাধ্যমে ফরমায়েশি রায় এবং সরকারের সীমাহীন নির্যাতনের শিকার হয়ে উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘদিন পরবাসে থেকে সিরাজগঞ্জে প্রত্যাবর্তন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল তিন ঘটিকায় সিরাজগঞ্জের বাজার স্টেশন এলাকারনকোট মসজিদের সামনে নতুন সড়কে জেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে সদ্য স্বদেশ প্রত্যাপনকারী সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সংগ্রামী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু।

এই সম্প্রীতি সমাবেশ নাগরিক সমাজের পক্ষ থেকে জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুকে গন সম্বর্ধনা প্রদান করা হয়।

সম্প্রীতি সমাবেশ সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ সদর  আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

সম্প্রীতি সমাবেশ পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম খান আলিম। সহ-সাংগঠনিক সম্পাদক (রাজসশাহী বিভাগ), বিএনপি।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, রাকিবুল করিম খান পাপ্পু, ,তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু, , বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া,  সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভূইয়া সাফী,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ,সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. এস এম নাজমুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান, সদস্য সচিব টি এম শাহাদত হোসেন ঠান্ডু,জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি,সাধারন সম্পাদক এলেমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জ্বলসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

রাজধানীর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ণ
রাজধানীর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোঃ মহিন উদ্দিন(৩২) কারাবন্দির মৃত্যু হয়েছে।

বুধবার(২৫ ডিসেম্বর)বিকালের দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মইনল ইসলাম বলেন,
মোঃ মহিন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলে,
নিহত মোঃ মহিন উদ্দিন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার বাবার নাম মৃত বেচু মিয়া তিনি কোন মামলায় আসামি ছিলেন এই বিষয়ে আমরা কিছু জানতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে,তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা  অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ
উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা  অনুষ্ঠিত

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের আয়োজনে, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া   উপজেলার মোহনপুর ইউনিয়ন লাহড়ীমোহন পুর দাখিল মাদ্রাসা ও স্কুল মাঠে বংকিরাট ব্লকে প্যাটার্নের নামঃ সরিষা-বোরো-পতিত। 

উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, খামারবাড়ি ঢাকা এর পরিচালক, সরেজমিন উইং, ডিএই, কৃষিবিদ সরকার শফি উদ্দীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল বগুড়ার অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন, তেলতাজীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, ডিআই, খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মশকর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী। 

অনুষ্ঠান পরিচালনা করেন, উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার আসয়াদ বিন খলিল রাহাত।  

এসময়ে উল্লাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সরোয়ার হোসেন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রমজান আলী, মোঃ আলমগীর হোসেন,  মোঃ আল্লামা ইকবাল, স্বপন কুমার বসাক, মোঃ হাদিদুল ইসলাম মোঃ আব্দুল আলিম, মোঃ মান্নাফ হোসেন, মোঃ বসির উদ্দিন, মোঃ সোহেল আরমান সহ আরো উপ-সহকারী গণ এবং কৃষক-কষাণীগন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।