সরকারি চাকরিতে যুক্ত হতে পারবেন না নিষিদ্ধ সংগঠনের কর্মীরা
প্রজাতন্ত্রের কর্মে নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসব সংগঠনের যেসব সদস্যের নিয়োগ প্রক্রিয়াধীন তাদেরও বাদ দেওয়া হবে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান আসিফ মাহমুদ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবেন না। যেসব নিয়োগ এখনো প্রক্রিয়াধীন আছে সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী সার্কুলারে শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।’
‘ফলে আসন্ন সার্কুলারগুলোতে সংখ্যাগত দিক থেকে অধিকসংখ্যক প্রার্থীর নিয়োগের সুযোগ তৈরি হবে। ঘুস দিয়ে নিয়োগ বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর’, যোগ করেন তিনি।
চাকরিতে নিয়োগের জন্য ঘুস দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
প্রসঙ্গত, বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এর পরদিনই এমন সিদ্ধান্তের কথা জানালেন উপদেষ্টা।
আপনার মতামত লিখুন