আইপিএল নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার
৩১ অক্টোবরের মধ্যে রিটেনশন শেষ করতে হয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোকে। পুরনোদের মধ্যে সর্বোচ্চ ৫ জন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। বাকি ক্রিকেটারদের নিলাম থেকে কিনে নিতে হবে।
এরই মধ্যে নিলামের তারিখ ঠিক করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। আজ নির্ধারণ করা হয়েছে নিলামের ভেন্যু। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় অনুষ্ঠিত হবে এই নিলাম অনুষ্ঠান।
নিলামের জন্য মোট ১ হাজার ৫৮৪ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ হাজার ১৬৫ জনই ভারতীয়। বিদেশি ক্রিকেটার রয়েছেন ৪০৯ জন। মোট ১৩টি দেশ থেকে এই ক্রিকেটাররা নাম লিখেছেন।
বিদেশি ৪০৯ ক্রিকেটারের মধ্যে রয়েছে ১৩ জন বাংলাদেশিও। যদিও এই ১৩ জন কে কে? সে নাম প্রকাশ করা হয়নি।
১০টি ফ্রাঞ্চাইজি মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিলাম থেকে কেনা যাবে আরও ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি কিনতে পারবে ৭০ জন।
দক্ষিণ আফ্রিকা থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেছে। সংখ্যাটা ৯১ জন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদের ৭৬ জন ক্রিকেটার নিলামে নাম লিখেছে। ৫২ জন ক্রিকেটার ইংল্যান্ড থেকে। নিউজিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ২৯ জন করে। বাংলাদেশের ১৩ জন, নেদারল্যান্ডসের ১২ জন।
যুক্তরাষ্ট্র থেকে ১০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আয়ারল্যান্ডের ৯ জন, জিম্বাবুয়ের ৮ জন, কানাডার ৪ জন, স্কটল্যান্ডের ২ জন, আরব আমিরাত ও ইতালির ১ জন করে ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।
সাধারণত প্রতি তিন বা চার বছর পরপর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। এবার অবশ্য দুই বছর পরই হচ্ছে সেটি। বড় পরিসরের আগের চারটি (২০১১, ২০১৪, ২০১৮ ও ২০২২) নিলাম ভারতেই হয়েছিল। গতবছর দুবাইতে হয়েছিলো আইপিএলের মিনি নিলাম।
আপনার মতামত লিখুন