খুঁজুন
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র, ১৪৩১

বেলকুচিতে রাসেল হত্যার একমাস পেরোলেও আটক হয়নি কোন আসামী

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ
বেলকুচিতে রাসেল হত্যার একমাস পেরোলেও আটক হয়নি কোন আসামী

সিরাজগঞ্জের বেলকুচিতে রাসেল হোসেন (৩০) হত্যার একমাসে পেড়িয়ে গেলেও এখনো এই হত্যাকান্ডের সাথে জড়িত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে ভুক্তোভোগী স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

এদিকে রাসেল হত্যার ঘটনায় ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার (১৮ নভেম্বর) সকালে বেলকুচি থানার সামনে ভুক্তোভোগীর স্বজন ও গাড়ামাসী গ্রামের কয়েকশত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। উক্ত মানববন্ধন থেকে দ্রুত আসীমীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

চলতি বছরের গত ১২ অক্টোবর সকালে ঢাকার আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার একটি ভবনের ৩য় তলা থেকে কোঁপানো ও রক্তাক্ত অবস্থায় রাসেল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাসেল হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গারামাসী গ্রামের  বাবুল সরকারের ছেলে।

এ হত্যাকান্ডের ঘটনায় রাসেল সরকারের বাবা বাবুল সরকার বাদী হয়ে পাঁচ জনকে আসামীকে করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার একমাসের পেরিয়ে গেলেও আসামী ধরা ছোয়ার বাইরে থাকায় তাদের মধ্যে চরম হতাশা কাজ করছে।

মামলা সূত্রে জানা যায়, নিহত রাসেলের ছোট ভাই মাসুদ রানাকে চাকরি দেওয়ার জন্য মতিনকে ৬ লাখ ৭৩ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু মতিন চাকুরির ব্যবস্থা না করে অনেকদিন ধরে পলাতক থাকেন। রাসেলের পাওনা টাকা না দেওয়ার টালবাহানা করতে থাকে। পরে মতিনকে অতিরিক্ত চাপ দেওয়া হলে রাসেলকে ঢাকায় যাইতে  বলে। পরে মতিনের কথা বিশ্বাস করে রাসেল একাই ঢাকায় চলে যায়। তিন দিন একটা রুমে রাসেল ও মতিন মিলে থাকে এবং মতিনের লোক টাকা নিয়ে আসবে বলে অপেক্ষা করতে থাকে।

ঘটনার দিন সকালে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে মতিন চাকু দিয়ে তার মাথায় কুপিয়ে আঘাত করলে রাসেল ঘটনাস্থলেই মারা যান। পরে রাসেলের খালু শহিদুল সকাল ৬টার দিকে রুমে ঢুকতে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায় মতিন। পরে আশুলিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা সোহরায়ার্দী মেডিকেল কলেজে পাঠায়। এ ঘটনায় আহত শহিদুলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নিহত রাসেলের বাবা বাবলু সরকার বলেন, ছেলে রাসেলের সাথে মতিনের বন্ধত্বপুর্ণ সর্ম্পক ছিলো। মতিন প্রায়ই রাসেলের সাথে আমাদের বাসায় আসতো একটি বিশ্বাসপুর্ন ভালো সর্ম্পক গড়ে তোলে এবং বলে  তার নাকি উপর লেভেলে অনেক  বড় বড় লোক আছে চাকরি দেয়ার জন্য। এই সুযোগে আমার ছোট ছেলেকে সরকারি চাকরি লোভ দেখিয়ে প্রায় ছয় লাখের বেশি টাকা নেয়। কিন্তু প্রায় এক বছর পেরিয়ে গেলেও সে কোন চাকরি দিতে পারে না। মতিনের কাছে তেকে পাওনা টাকা চাইতে গেলে সে আজ না কাল পরশু করে অনেকদিন যাবত ঘুরায়। তাকে টাকার জন্য অতিরিক্ত চাপ দিলে সে রাসেলকে ঢাকা আসতে বলে। তার কথা মতো রাসেল ঢাকা গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

এ বিষয়ে নিহত রাসেলের ছোট ভাই মাসুদ বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে এক পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। কিন্তু কি কারণে আসলে আসামী গ্রেফতার হচ্ছে না সেটা কিছুই বোঝা যাচ্ছে না। আমি আমার ভাই হত্যার বিচার চাই। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকেরিয়া হোসেন বলেন, এ হত্যাকান্ড যেহেতু  ঢাকার আশুলিয়া থানায় হয়েছে মামলাও হয়েছে সেই থানায়। আশুলিয়া থানা থেকে এ হত্যাকান্ডের বিষয়ে কিছু কাগজপত্র আমাদের কাছে এসেছে। আমরা সেগুলো তদন্ত করছি। তার বিষয়ে অতিদ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

ইউএস নিউজের তালিকা

বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:০৬ অপরাহ্ণ
বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায়, বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় ৪৭ তম স্থানে রয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও।

এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। এরপর যথাক্রমে চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। পত্রিকাটি জানায়, যেসব দেশ বৈশ্বিক নীতিনির্ধারণী পর্যায়েও রয়েছে এবং অর্থনীতিতে জোরাল ভূমিকা রাখে। এ ছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয় সবকিছু বিবেচনা করে এই তলিকা তৈরি করা হয়েছে।

এ ছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্র নীতি, সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা। সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি, রাজনৈতিক প্রভাব ও শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলোও দেখা হয়েছে এই তালিকায়।

তালিকাটিতে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আছে ভারত। তাদের অবস্থান ১২তম। পাকিস্তান কিংবা ভুটান, মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায়নি।

বাদ গেলো বঙ্গবন্ধু, দুই থানার নাম পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ
বাদ গেলো বঙ্গবন্ধু, দুই থানার নাম পরিবর্তন

যমুনা সেতুর দুই পাশে অবস্থিত বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করেছে সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু পূর্ব থানা’ রাখা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে সরকার। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।

সিরাজগঞ্জে “জাটকা সংরক্ষণ সপ্তাহ” উদ্বোধন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে “জাটকা সংরক্ষণ সপ্তাহ” উদ্বোধন

“জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে”, এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে “জাটকা সংরক্ষণ সপ্তাহ” ২০২৫ উপলক্ষ্যে বেলুনফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করার পর বর্ণাঢ্য  র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে  ফেস্টুন উড়িয়ে র‍্যালি প্রদর্শন করে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে জাটকা সংরক্ষণ সপ্তাহের উপর দিকনির্দেশনা ও তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,  সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ  আনোয়ার সাদাত,  সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান।

এসময়ে  আমন্ত্রিত অতিথি হিসেবে  সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা , সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ,জেলা জাতীয়তাবাদী  মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান( বাবু), সদস্য সচিব মোঃ  নূরুল ইসলাম( নুরুল),  সিনিয়র যুগ্ম আহবায়ক আলমাছ আহম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন  ।

জানা যায় যে, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫  খ্রিঃ উদযাপন  উপলক্ষ্যে ৮ এপ্রিল হতে ১৪ এপ্রিল পর্যন্ত সিরাজগঞ্জের যমুনা নদী থেকে জাটকা ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুদ, আহরণ করা  সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ ৭ দিনব্যাপী জাটকা রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। 

উক্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠান কর্মসূচির মধ্যে  – প্রথম দিন সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলীতে বিকেল ৩ টায়  জেলে পল্লী ও মাছঘাটে প্রামাণ্যচিত্র প্রদর্শন। তৃতীয় দিন- পাইকপাড়ায় বিকেল  আড়াই টায় জেলেদের মধ্যে হাডুডু প্রতিযোগিতা, চতুর্থদিন – সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীতে সকাল ১০ টায় -জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। পঞ্চম দিন সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর সকাল ১০ টায় জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ দিন- কাওয়াকোলা ইউনিয়নে সকাল ১১ টায় উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সপ্তম দিন – যমুনা নদীতে জাটকা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।