খুঁজুন
বুধবার, ৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ, ১৪৩২

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় কমনওয়েলথ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় কমনওয়েলথ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় কমনওয়েলথ। সেজন্য তারা চাহিদা অনুযায়ী সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশনের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল লুইস জি ফ্রানচেস্কি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবসময় কোনো দেশে আসি শিখতে, শুনতে। আমরা সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী সহায়তা করে থাকি। আমরা সুপারিশ করি, এবং তা বাস্তবায়নে সহায়তা করি।

তিনি আরও বলেন, আজকের বৈঠকে আমাদের ভালো আলোচনা হয়েছে কমিশনের সঙ্গে। আমাদের একটি চমৎকার দল এখানে এসেছে সংস্কারের জন্য। সংস্কার বাস্তবায়ন হলে বাংলাদেশ কমনওয়েলথের জন্য হবে একটি সফল গল্প।

লুইস জি ফ্রানচেস্কি বলেন, ২ দশমিক ৭ বিলিয়ন মানুষ রয়েছে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশে, যাদের ৬০ শতাংশ হচ্ছে ৩০ বছরের। তারা সর্বদা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি মনে করি, এটি একটি শিক্ষা হতে পারে।

তিনি বলেন, আমরা অন্য দেশ থেকে অভিজ্ঞতা নিয়ে সহায়তা করতে পারি এবং বাংলাদেশও অন্য দেশকে একইভাবে সহায়তা করতে পারে। আমি মনে করি, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনই হচ্ছে লক্ষ্য, যেখানে জনগণের মতামতের প্রতিফলন হবে।

সুনির্দিষ্ট সুপারিশ আছে কি না- এমন প্রশ্নের জবাবে কমনওয়েলথের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বলেন, না, এটি আসবে সংস্কার কমিশনের কাছ থেকে। আমরা তাদের সহায়তা করতে পারি। আমরা সমস্যা সমাধানের জন্য আসিনি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, কমনওয়েলথ ডেলিগেশন আলাপ করতে এসেছে। তারা আমাদের সহায়তা করতে আগ্রহী। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী।

তিনি বলেন, তাদের সঙ্গে অনেক কিছু নিয়ে মতামত আদান-প্রদান হয়েছে। তারা চাচ্ছে, আমাদের দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। এবং এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তারা সহায়তা করতে চান। এ আগ্রহ ও উদ্দেশ্য নিয়ে তারা এসেছে।

তিনি আরও বলেন, আমরা যতি চাই, তারা সহায়তা করবে। কোনো প্রেসক্রিপশন নিয়ে তারা আসেননি। কোনো কিছু চাপিয়ে দেওয়ার জন্য আসেনি।

সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করতে কমনওয়েলথের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল যায় নির্বাচন ভবনে।

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজন সাহা (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) আনুমানিক দুপুর ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্যপাড়া গ্রাম মনোহরবাজার হরিসভা সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা ওই গ্রামের মৃত হরিদাস সাহার ছেলে। তিনি শরীয়তপুর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী (আইসিটি)শিক্ষক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়,সুজন সাহারা তিন ভাই, অঞ্জন সাহা ও চঞ্চল সাহার সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার শান্তি সাহার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে। ঝামেলা ওলা জমিতে বেড়া দেওয়া ও গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের আঘাতে মাথায় গুরুতর জখম হয় সুজন সাহার। স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে বিকাল ৩টার দিকে সুজন সাহা মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সুজন সাহার ভাই অঞ্জন সাহা বলেন, ‘শান্তি সাহার সঙ্গে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শান্তি সাহা বিরোধপূর্ণ জমিতে বেড়া দেন এবং আমাদের গাছ কেটে নিয়ে যান। এর প্রতিবাদ করায় শান্তি সাহা, শান্তি সাহার ছেলে সুদর্শন সাহা, ভাতিজা সনদ সাহা ও ভাইয়ের স্ত্রী শংকুরি সাহা মিলে আমার ভাই সুজন সাহাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’

পালং মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আবির হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

রাশিয়ার জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে যুদ্ধ বন্ধের ‘প্রণোদনা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
রাশিয়ার জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে যুদ্ধ বন্ধের ‘প্রণোদনা’

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ রাশিয়ার জন্য ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি কার্যকর “প্রণোদনা” হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে দেশটির জাতীয় ফুটবল দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা।

ফলে বর্তমান নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে রাশিয়ার খেলার কোনো সুযোগ নেই।

তবে সম্প্রতি ট্রাম্প তার প্রশাসনের ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতি টাস্কফোর্সের প্রথম বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাশিয়ার জন্য বিশ্বকাপের মঞ্চ হতে পারে যুদ্ধ বন্ধের একটি রাজনৈতিক প্রণোদনা।

বিশ্বকাপের মঞ্চে শান্তির বার্তা?

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ট্রাম্প বলেন, “আমি জানতাম না রাশিয়া নিষিদ্ধ। এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ”

ইনফান্তিনো উত্তরে বলেন, “হ্যাঁ, আপাতত তারা নিষিদ্ধ। তবে আমরা আশা করি, ভবিষ্যতে শান্তি আসবে, এবং তখন রাশিয়াও খেলায় ফিরতে পারবে। ”

ট্রাম্প বলেন, “হতে পারে, এটা ভালো একটি প্রণোদনা—আমরা চাই যুদ্ধ থামুক। প্রতি সপ্তাহে প্রায় পাঁচ হাজার তরুণ নিহত হচ্ছে। এটা যেন বিশ্বাসই করা যায় না। ”

এর আগে, নির্বাচনী প্রচারে ট্রাম্প জানিয়েছিলেন, ২০২৪ সালের নির্বাচনে জিতলে অফিসে প্রথম দিনই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন তিনি।

বিশ্বকাপ শেষে সবাইকে ফিরতে হবে: ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আসা লাখ লাখ দর্শনার্থীর প্রতি এক সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেন, “আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে সমর্থকদের স্বাগত জানাতে প্রস্তুত। তবে খেলা শেষ হলে সবাইকে নিজের ঘরে ফিরে যেতে হবে। ”

২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আয়োজক দেশ হিসেবে ভিসা প্রক্রিয়া ও নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে নানা পদক্ষেপ নিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, “ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষে আমরা ভিসা প্রক্রিয়া শুরু করেছি। এটি মূল বিশ্বকাপের প্রস্তুতিরই অংশ। ”

বিশ্ব ট্যুরিজম ফোরাম ইনস্টিটিউট ইতিমধ্যে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি এবং বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা দর্শনার্থীদের আগমনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ
পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

বিশ্ব ফুটবলে বর্তমান সময়ে অন্যতম সেরা ফুটবল তারকা হলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এবার বাবার পথেই হাঁটছে রোনালদোর ছেলে। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে ডাক পেলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর ছেলে। তার আগেই দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল ফুটবল জুনিয়র রোনালদো।

চলতি মাসের ১৩ থেকে ১৫মে ক্রোয়েশিয়ায় হতে যাওয়া ভ্লাতকো মারকোভিচ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগালের কোচ জোয়াও সান্তোস। সেই দলে জায়গা করে নিলেন ১৪ বছর বয়সী এই স্ট্রাইকার।

রোনালদো যখন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন, তখন ক্লাবটির বয়স ভিত্তিক দলের হয়ে নিজের প্রতিভার জানান দিচ্ছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। তার পারফরম্যান্স দেখে কোচ সান্তোসের মন কাড়ে। তাই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাকও পেয়ে গেলেন তিনি।

উল্লেখ্য, টুর্নামেন্টে মাত্র ৪টি ম্যাচ খেলবে পর্তুগালেড় জুনিয়র দল। এই দলে সুযোগ পেয়ে ক্রিস্টিয়ানো জুনিয়র কেমন খেলেন সেটাই এখন দেখার পালা।