আন্দোলনে হারান চোখ, ছাড়তে হয় দেশ
১২ বছর পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা ইঞ্জি. শফিকুল ইসলাম রিবলু
দীর্ঘ একযুগ পর দেশে ফিরেছেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুমসহ দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী রিবলুকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এর আগে যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম সহ যুক্তরাজ্য বিএনপির নেত্রীবৃন্দরা তাকে যুক্তরাজ্যের একটি এয়ারপোর্টে বিদায় জানান।
এদিন রাজধানীর বিভিন্ন শাখার বিএনপি, যুবদল, ছাত্রদল সহ হাজারো নেতাকর্মীর ঢল নামে। বিশেষ করে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের ছিলো সক্রিয় উপস্থিতি। বাঙলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদের নেতৃত্বে এয়ারপোর্টে হাজির হয় অসংখ্য নেতাকর্মী। অন্যান্যদের পাশাপাশি ফুলের তোড়া নিয়ে জনাব শফিকুল ইসলাম রিবলুকে অভ্যর্থনা জানাতেও দেখা যায় জোবায়েরকে।
মূলত আওয়ামিলীগ সরকারের দীর্ঘ শাসনামলের রোষানলে রিবলু গুরুতর জখম হয়ে চোখ হারিয়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান। পরিস্থিতির কারণে দেশে ফিরতে না পারলেও তৎকালীন আন্দোলন সংগ্রামে রিবলুর দৃঢ়চেতা ও ত্যাগী অবদান আজও সবার মুখে মুখে। হয়তো সেজন্যই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর আগমনে কানায় কানায় ভর্তি হয়ে যায় শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে।
দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বাম চোখ নষ্ট হয়ে যায় তৎকালীন যুবদল নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু। দেশে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্ত্যরাজ্য চলে যান। জীবনের নিরাপত্তার কথা ভেবে আর দেশে ফেরেননি তিনি।
মূলত আন্দোলনের মাঠে পুলিশ রিবলুর চোখে বন্দুক ঠেকিয়ে গুলি করে। যা বাংলাদেশে বটেই, পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। অবশেষে ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
রিবলুর আগমন উপলক্ষে বাঙলা কলেজ ছাত্রদলের উচ্ছসিত আমেজ দেখে তাদের কাছে কারণ ও অনুভূতি জানতে চাওয়া হয়। এ-সময় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবদলের সদ্য সাবেক সদস্য জনাব সফিকুল ইসলাম রিবলু ভাইয়ের দীর্ঘ ১২ বছর পর লন্ডন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। তার আগমনে শুধু আমরাই নই, সবাই আজ আনন্দিত। কারণ রিবলু ভাই কোনো একক ব্যক্তিত্ব নয়। তিনি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামের একজন জীবন্ত কিংবদন্তি।”
আপনার মতামত লিখুন