শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রান্সপোর্টরিপোর্টার্স ইউনিয়নের শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার(১৪ডিসেম্বর)সকাল ৯টায় মিরপুর-১ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামানের নেতৃত্বে একটি শোকর্যালী শেষে শহীদ স্মৃতি সৌধের বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনেউপদেষ্টা খান সেলিম, সহ সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ মোঃ মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নূর সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু,দপ্তর- সম্পাদক মোঃ সোলায়মান,মোঃ দেলোয়ার হোসেন,কাজী শফিউল ইসলাম।
কামরুল ইসলাম,ফয়েজুল্লাহ্ স্বাধীন,সিন্থিয়া মিলা, রাহিমা আক্তার (মুক্তা), লুৎফুর বারী, আলী আকবরসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সাথে একাত্মতা প্রকাশ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মতামত লিখুন