ঢাকায় দক্ষিণ খুলনা উন্নয়ন ফোরামের মিলন মেলা অনুষ্ঠিত
(১৩ ডিসেম্বর) দক্ষিণ খুলনা উন্নয়ন ফোরামের উদ্যোগে শুক্রবার কৃষিবিদ রিসোর্ট, কামালপুর, ঢাকায় সকাল ৯টায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ অঞ্চলের মানুষের সাথে মেলবন্ধনের লক্ষ্যে এক মিলন মেলার আয়োজন করে ঢাকাস্থ দক্ষিণ খুলনা অঞ্চলের ঢাকায় বসবাসরত বিশিষ্টজনরা। উক্ত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক সংসদ সদস্য ও নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান লেখক দারুল খিদমাহ ওয়াল ফালাহ যুক্তরাজ্যের চেয়ারম্যান প্রফেসর গোলাম সারোয়ার, দক্ষিণ খুলনার কিংবদন্তী নেতা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ রুহুল কুদ্দুস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান।
দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মেজর মোঃ মেসবাহুল ইসলাম (অবঃ), ফার্টিলিটি হসপিটাল এর চেয়ারম্যান ডাঃ এস, এম খালিদুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. আখতারুজ্জামান, বিজয় একাত্তর হল প্রভোস্ট ড. স,ম আলী রেজা, আরবি বিভাগের প্রফেসর ডঃ মুহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব মোঃ আশরাফ হোসেনসহ অনেক অতিথিবৃন্দ। উক্ত মিলন মেলায় সভাপতিত্ব করেন মোঃ ইকবাল হোসেন।
আপনার মতামত লিখুন