খুঁজুন
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ, ১৪৩১

ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারিয়ে তোলপাড় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ণ
ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারিয়ে তোলপাড় বার্সেলোনার

চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে কিংবা সুপারকোপা দে এস্পানা– সে যে টুর্নামেন্টই হোক চলতি মৌসুমে, বার্সেলোনার দাপট সেখানে প্রচণ্ড, কিন্তু লা লিগা এলেই যেন তা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছিল। এক দুই তিন করে টানা চার ম্যাচ জয়ের মুখ দেখেনি কোচ হানসি ফ্লিকের দল। সে ফর্মটা অবশেষে পেছনে ফেলতে পারল বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে হারাল ৭-১ গোলে।

এমন পারফর্ম্যান্সের মূল কারিগর দলটির মিডফিল্ডার ফেরমিন লোপেজ। জোড়া গোল করেছেন। সেখানে ক্ষান্ত হননি, সতীর্থদের দিয়ে দুটো করিয়েছেনও। তাতেই বার্সেলোনা একগাদা রেকর্ড ভেঙে গড়ে ফিরে এসেছে জয়ের দুয়ারে।

ম্যাচের তৃতীয় মিনিটে বার্সেলোনার উৎসবের শুরু। লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে ডি ইয়ংয়ের নিচু শট স্বাগতিকদের এগিয়ে দেয় শুরুতেই। পরের গোলটা এল মিনিটের কাটা দুই অঙ্ক ছোঁয়ার আগেই। অ্যালেক্স বালদের নিচু ক্রসে গোল করেন ফেররান তরেস।

১৪ মিনিটে এল তিন নম্বর গোলটা। রাফিনিয়াকে বলটা এবার বানিয়ে দিলেন ফেরমিন। ২৪ মিনিটে গোলের খাতায় নাম লেখান আগের গোলের কারিগর। রক্ষণ থেকে পাউ কুবারসির বাড়ানো বল দারুণভাবে সামলে নিয়ে গোলরক্ষক গিওর্গি মামার্দাশভিলিকে ফাঁকি দিয়ে জড়ান জালে।

প্রথমার্ধের যোগ করা সময়ে সেই ফেরমিন করেন আরও এক গোল। রাফিনিয়ার শট ক্রসবারে লেগে ফিরে এলেও ফিরতি সুযোগটা হেলায় হারাননি তিনি। এই গোলের ফলে প্রায় দশ বছর পর কোনো লা লিগার ম্যাচে প্রথমার্ধের আগেই প্রতিপক্ষের জালে ৫ গোল জড়ানোর তৃপ্তি নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা, শেষবার এমন কিছু হয়েছিল ২০১৫ সালের এপ্রিলে, সেবার হেতাফের বিপক্ষে প্রথমার্ধটা বার্সা শেষ করেছিল ৫ গোলের লিড নিয়ে।

ভ্যালেন্সিয়া ম্যাচের ঘণ্টা পেরোনোর একটু আগে উগো দুরোর গোলে ব্যবধান কমায়। তবে বদলি হিসেবে মাঠে আসা রবার্ট লেভান্ডভস্কির ১৭তম লিগ গোলে আবারও ৫ গোলের লিড পেয়ে যায় বার্সা। শেষের একটু আগে সেজার তাররেখার আত্মঘাতী গোল স্কোরলাইনটাকে ৭-১ এ রূপ দেয়।

লেভার গোলটা বার্সাকে হানসি ফ্লিকের অধীনে ১০০তম গোলের দেখা পাইয়ে দেয়। সেটা এসেছে ৩২তম ম্যাচে। কোনো মৌসুমে ৩২ ম্যাচ শেষে এর চেয়ে বেশি গোল করেছে বার্সা মোটে তিন বার– ১৯৪২-৪৩ মৌসুমে ১০৬, ১৯৫৮-৫৯ মৌসুমে ১০৩ ও ২০১১-১২ মৌসুমে করেছিল ১০২ গোল। ৩২তম ম্যাচে তিন অঙ্কের গোলসংখ্যা ছুঁয়ে হানসি ফ্লিক বনে গেছেন দ্বিতীয় দ্রুততম কোচ যার অধীনে বার্সা ১০০ গোল করল, ১৯৫৯ সালে হেলেনিও এররেরার অধীনে ৩১ ম্যাচে এই রেকর্ড গড়েছিল কাতালানরা।

এই জয়ের পরেও বার্সা রইল টেবিলের তিনেই। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্যটা নেমে এসেছে ৭-এ। নিজেদের পরের ম্যাচ বার্সেলোনা খেলবে আগামী বুধবার। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেদিন সিরি’আর দল আটালান্টাকে আতিথ্য দেবে বার্সা।

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ছেড়ে উঠে গেলেন নেতারা, বন্ধ থাকবে ট্রেন

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
সিদ্ধান্ত ছাড়াই বৈঠক ছেড়ে উঠে গেলেন নেতারা, বন্ধ থাকবে ট্রেন

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা। এ অবস্থায় আন্দোলনরত কর্মচারীদের কর্মবিরতি থেকে সরিয়ে আনতে তাদের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। কিন্তু দুই ঘণ্টা আলোচনা করেও কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক থেকে উঠে গেছেন নেতারা।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসেন রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা দীর্ঘক্ষণ রেল সচিব-মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বলে ওই বৈঠক চলাকালীনই আমি চলে এসেছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। তবে আমরা আমাদের কর্মবিরতিতে অনড় আছি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এর আগে, ট্রেন চলাচল বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করার বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনে পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন মাননীয় উপদেষ্টা।

এদিকে রেল কর্মচারীদের আর কোনো দাবি পূরণ সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি, তা যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে। এরপরও তারা আন্দোলন করছে কেন? মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি।

তিনি বলেন, ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে।

অন্যদিকে আন্দোলনকারী কর্মচারী ও শ্রমিক নেতারা বলছেন, তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কর্মসূচি থেকে পিছু হটবেন না তারা। অথচ অগ্রীম টিকিট কেটে রীতিমতো নাজেহাল হচ্ছে যাত্রীরা। তবে বিআরটিসি বাস সার্ভিস কতোটুকু সাপোর্ট দিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

আন্দোলন প্রত্যাহার করলেন ৭ কলেজের ছাত্র প্রতিনিধিরা

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
আন্দোলন প্রত্যাহার করলেন ৭ কলেজের ছাত্র প্রতিনিধিরা

দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন সাত কলেজের ছাত্র প্রতিনিধিরা। আজ মঙ্গলবার বিকেলে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সাত কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা না হলে এবং প্রত্যাহার করা না হলে নিউমার্কেট থানা ঘেরাওয়েরও ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মেনে নেয়া না হলে শিক্ষার্থীদের নিয়ে নিউমার্কেট থানা ঘেরাও এবং সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ৭ কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে।

জনগণের বিপক্ষে যাওয়ার পরিণতি ৫ আগস্ট: তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
জনগণের বিপক্ষে যাওয়ার পরিণতি ৫ আগস্ট: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে। জনগণের বিপক্ষে কাজ করলে কী হয়, তারই প্রমাণ সেদিন হয়েছিল। মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না বলে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, অন্যায় বা খারাপ কাজ করলে যেকোনো পর্যায়ের নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি। বিএনপি জনপ্রিয় কি না সে সিদ্ধান্ত জনগণ নেবে। ফলে জনগণের সাথে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে। আজ মঙ্গলবার খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কারো পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাইতো বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়।

তিনি বলেন, ধর্ম কোনো পরিচয় নয়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশি। মুসলমানদের জন্য যে আইন, হিন্দু সম্প্রদায়ের জন্যও সেই আইন বাংলাদেশে।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে।

তারেক রহমান আরও বলেন, ৩১ দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কাজী আলাউদ্দীন, ডা. শহিদুল আলম, বিএনপির উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জাবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ সম্পাদক মোশারফ হোসেন, প্রশিক্ষণ কমিটির সদস্য আতিকর রহমান রুমন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার বানু, মাহবুবা হাবিবা, বজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিমসহ অনেকে।