খুঁজুন
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ, ১৪৩১

ভোটার হালনাগাদ : জন্ম-মৃত্যু সনদ ইস্যু করার নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
ভোটার হালনাগাদ : জন্ম-মৃত্যু সনদ ইস্যু করার নির্দেশ ইসির

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে হয়রানি কমাতে জন্ম ও মৃত্যুসনদ সরবরাহের জন্য জন্ম ও মৃত নিবন্ধন কর্তৃপক্ষের রেজিষ্টার জেনারেলসহ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশব্যাপী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটারযোগ্য ব্যক্তিদের জন্মসনদ বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে জন্মসনদ ইস্যুকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জন্মসনদ পেতে জনগণের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হালনাগাদের আরেকটি বিষয় মৃত ভোটার কর্তন। মৃত ভোটার কর্তনের ক্ষেত্রে পূর্বে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সহায়তা নেওয়া হতো।

এই অবস্থায়, জরুরিভিত্তিতে জন্ম ও মৃত্যুসনদ ইস্যু করার জন্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান এবং মৃত ভোটার তথ্য গ্রাম পুলিশদের মাধ্যমে সংগ্রহপূর্বক তা ভোটার তথ্য সংগ্রহকারীদের নিকট হস্তান্তর করার নিমিত্ত সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দিয়েছে ইসি।

ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি তথ্য সংগ্রহের শেষ দিন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

জানাগেছে, এই কাজে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে সংস্থাটি। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

অন্যদিকে ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপের হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এতে ১৮ লাখের মতো ভোটার আগামী মার্চে যোগ হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। বাড়ি বাড়ি হালনাগাদে ১৯ লাখ নতুন ভোটার তালিকায় যোগ হতে পারে।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর আগে ভোটার তালিকা হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার‌্যক্রম পরিচালনা করেছে ইসি।

নতুন ভোটার হওয়ার জন্য যে সকল কাগজপত্র তথ্য সংগ্রহকারীদের দিতে হবে-
ক) ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি
খ) জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি
গ) নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)
ঘ) এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
ঙ) ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি)

ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে-
ক) নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে
খ) জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে
গ) স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে
ঘ) কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না।

এক সতর্কবার্তায় ইসি জানিয়েছে, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

হত্যাচেষ্টা মামলায় আ’লীগের সাবেক এমপি আব্দুল আজিজ কারাগারে

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০০ অপরাহ্ণ
হত্যাচেষ্টা মামলায় আ’লীগের সাবেক এমপি আব্দুল আজিজ কারাগারে

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ডাঃ মোঃ আব্দুল আজিজকে সিরাজগঞ্জ তাড়াশ আমলি  আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন।

এ সময় মামলার মূল নথিপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সময়ে জামিনের শুনানির জন্য দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. ওবায়দুল হক রুমি। 
আদালতের জিআরও শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে ডাঃ মোঃ আব্দুল আজিজসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের নামে মামলা করেন।

এই মামলায় গত সোমবার (৩ জানুয়ারি -২০২৫ খ্রিঃ) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

মঙ্গলবার ডাঃ মোঃ আব্দুল আজিজ’কে সিরাজগঞ্জ আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ শিশু সার্জন হিসেবে ঢাকা শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি অধ্যাপক পদে উন্নীত হোন। ২০১৮ সালে তিনি শিশু হাসপাতালে পরিচালক পদে নিয়োগ পান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দেন। পাশাপাশি সে সময়ের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বোর্ডের একজন মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের (তাড়াশ-রায়গঞ্জ) সংসদ সদস্য পদে আওয়ামীলীগের প্রার্থী  হিসেবে মনোনয়ন পেয়ে বিজয়ী হন। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালানো হয়।

এ ঘটনায় বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে মদদদাতা হিসেবে  আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজকে দায়ী করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে এ আসন থেকে সংসদ সদস্য হন। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, ২০১৮ সালের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায়, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনে সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকে সাবেক এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান।

পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা

খুলনার পাইকগাছায় আজ (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের পানি সরবরাহ বিরোধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও পাইকগাছার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সবজেল হোসেন।

উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি মুহাঃ আমিনুল ইসলাম (কাজল)।

আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওঃ আমিনুল ইসলাম। ৭ নং গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুল মজিদ।

উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা লাকী, সাংবাদিক মিজানুর রহমান মিজান,সাবেক চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান,প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদার, জামাত নেতা মোমিন মোড়ল, মোঃ আসাদুল ইসলাম, কাজী সিফাত উল্লাহ,উপজেলা নার্সারি মালিক সমিতির সম্পাদক মোঃ কামাল সরদার, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী গোলদার সহ জেলা দপ্তর থেকে আগত প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলা অফিসে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় প্রতিবন্ধি ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে দেওয়া হয় হেয়ারিং এইড ৪টি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য ১টি চশমা এবং হুইলচেয়ার ১টি।
  
ব্র্যাক সিরাজগঞ্জের উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ব্র্যাক অফিস হতে উক্ত উপকরণ বিতরণকালে সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা, দক্ষতা উন্নয়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক রিপন কুমার মন্ডল, আবদুল সামাদসহ প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।