খুঁজুন
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ, ১৪৩১

নড়াইলে বিক্ষোভের পর পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
নড়াইলে বিক্ষোভের পর পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুরুন্নবী’র বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি-জামায়াত নেতাদের সাথে অসদাচরণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

এ ঘটনার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরন্নবীকে তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে নড়াইল জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন উত্তজিত জনতা। পর তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের স্হানীয় নেতাকর্মীরা জানান, ‘তারা অভিযুক্ত পুলিশ পরিদর্শকের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

এছাড়াও বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী আন্দোলনে হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা না নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে, তিনি রাগান্বিত হয়ে বলেন, “তোর কাছ থেকে আইন শিখতে হবে ? এরপর তিনি আরও রুঢ় ব্যবহার করেন, একপর্যায়ে তিনি দেখে নেওয়ার হুমকি দেন।”

বিক্ষোভে অংশ নেয়া শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘আমার ভাতিজী তামান্না খানম (১৬) কিছুদিন পূর্বে আত্বহত্যা করেন। এটাকে কেন্দ্র করে অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবী পরোক্ষভাবে ঘুষ চান। ঘুষ না দেওয়ায় তিনি আত্মহত্যার ঘটনাকে হত্যায় রূপ দেওয়ার চেষ্টা করেন। পরে আমরা জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দাখিল করি।

বিক্ষুদ্ধরা জানান, রবিবার সন্ধ্যায় গ্রামের কয়েকটি চায়ের দোকান থেকে লুডু খেলারত অবস্থায় কিছু মানুষকে তুলে নিয়ে আসেন পুলিশ পরিদর্শক নুরুন্নবী। এরপর তাদের এই মর্মে আদালতে চালান করতে উদ্ধত হন যে, তারা জুয়া খেলছিল। আমরা ব্যাপক খোঁজ-খবর নিয়ে জানতে পারি যে, তারা কেউ জুয়া খেলছিলেন না। তাদের নামে ইতিপূর্বেও কোন পুলিশি অভিযোগ নেই। তাদেরকে ছাড়াতে স্থানীয় জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতাকর্মীরা ওই ইন্সপেক্টর এর সঙ্গে কয়েক দফা সাক্ষাৎ করেন। এ সময় ইন্সপেক্টর তাদের সঙ্গে জঘন্য ব্যবহার করেন। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে কল করেন। অভিযুক্ত ইন্সপেক্টর তার সঙ্গেও অসদাচারণ করেন। এমনকি অভিযুক্ত পুলিশ পরিদর্শক প্রকাশ্যে ডক্টর ইউনুসকে গালি দেন বলেও দাবি করেন বিক্ষুব্ধরা।

এই ঘটনার প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একপর্যায়ে তিনি আটককৃতদের ছেড়ে দিতে বাধ্য হন। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী বলেন, অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবী সবসময় অপেশাদার আচরণ করেন, যা অন্তর্র্বতীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছিল। এজন্য উত্তেজিত জনতা মিছিল করে।

এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, অভিযোগের ভিত্তিত্বে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে।

পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা

খুলনার পাইকগাছায় আজ (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের পানি সরবরাহ বিরোধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও পাইকগাছার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সবজেল হোসেন।

উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি মুহাঃ আমিনুল ইসলাম (কাজল)।

আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওঃ আমিনুল ইসলাম। ৭ নং গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুল মজিদ।

উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা লাকী, সাংবাদিক মিজানুর রহমান মিজান,সাবেক চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান,প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদার, জামাত নেতা মোমিন মোড়ল, মোঃ আসাদুল ইসলাম, কাজী সিফাত উল্লাহ,উপজেলা নার্সারি মালিক সমিতির সম্পাদক মোঃ কামাল সরদার, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী গোলদার সহ জেলা দপ্তর থেকে আগত প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলা অফিসে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় প্রতিবন্ধি ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে দেওয়া হয় হেয়ারিং এইড ৪টি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য ১টি চশমা এবং হুইলচেয়ার ১টি।
  
ব্র্যাক সিরাজগঞ্জের উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ব্র্যাক অফিস হতে উক্ত উপকরণ বিতরণকালে সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা, দক্ষতা উন্নয়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক রিপন কুমার মন্ডল, আবদুল সামাদসহ প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাসাইলে তিন ইটভাটাকে সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা

মোঃ লিটন মিয়া, টাঙ্গাইল
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
বাসাইলে তিন ইটভাটাকে সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলের বাসাইলে তিনটি ইটভাটার মালিককে চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

অভিযানে বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড, মেসার্স এইচ এম বি ব্রিক ফিল্ডকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে তিন লাখ টাকা এবং কাশিল ইউনিয়নের বাংড়া এলাকার মেসার্স কিং ব্রিক ফিল্ডকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান,বাসাইল উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন ধারা লঙ্ঘনে ৩ ইটভাটাকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে মোট চার লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি বলেন, আমাদের এরকম অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।