খুঁজুন
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন, ১৪৩১

‘ট্রাইব্যুনালে কখন কার রায় হবে সে বিষয়ে কারও মন্তব্য সমীচীন নয়’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
‘ট্রাইব্যুনালে কখন কার রায় হবে সে বিষয়ে কারও মন্তব্য সমীচীন নয়’

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার তিন বা চারটির রায় অক্টোবরে হতে পারে- আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের এমন মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালত বলেছেন, ট্রাইব্যুনাল স্বাধীন। এখানে কখন, কার রায় হবে সে বিষয়ে কারো মন্তব্য করা সমীচীন নয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে এক আসামির তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানির সময় এমন উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার।

এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের বিচারকাজের অগ্রগতি তুলে ধরার এক পর্যায়ে বলেন, ট্রাইব্যুনালে ৩০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসিকিউশন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ১৬টি মামলা করেছে। এর মধ্যে চারটি মামলার তদন্ত চলতি মাসের মধ্যে শেষ হবে বলে তারা মনে করছেন।

আইন উপদেষ্টা আরও বলেন, তদন্ত শেষে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে। সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিল মাসে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে দেওয়া যাবে। এই হিসেবে অক্টোবরের মধ্যে আমরা তিন- চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি।

এদিকে গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বুধবার (১২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে প্রসিকিউশন পক্ষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আর্জি জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ সময় তার কাছে তদন্তের অগ্রগতি জানতে চান। প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন এখনো প্রস্তুত হয়নি। দুই মাস সময়ের আর্জি জানান তিনি।

ট্রাইব্যুনাল এ সময় প্রসিকিউটরের উদ্দেশে বলেন, তদন্ত শেষ হয়নি। প্রতিবেদন আসেনি। অথচ অক্টোবরের মধ্যে রায় হবে বলা হচ্ছে। এখানে কখন কার রায় হবে সে বিষয়ে বাইরে মন্তব্য করা সমীচীন হবে না।

আদালত বলেন, ট্রাইব্যুনাল স্বাধীন। রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে।

প্রসিকিউটরের উদ্দেশে ট্রাইব্যুনাল আরও বলেন, কনসার্ন অথরিটিকে বলবেন, এ ধরনের বক্তব্য আমরা ভালোভাবে নিচ্ছি না।

শুনানি শেষে জিয়াউল আহসানের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, শুনানিকালে জুলাই-আগস্টের গণহত্যার রায় হওয়া নিয়ে ট্রাইব্যুনাল কিছু মন্তব্য করেছেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে ৯ জেলে

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে ৯ জেলে

অপহরণের ১৭ দিন পর মাথা পিছু দুই লাখ ৮৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন জেলে। গত ২৬ জানুয়ারী দুবলার চর এলাকার বাহির সমুদ্র থেকে মুক্তি পাওয়া ৯ জন সহ ১৫ জেলেকে অপহরণ করা হয়। মুক্তিপণ নিয়ে জেলেদের চোখ বেধে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় জঙ্গল থেকে উপরে উঠিয়ে দিয়ে যায় বনদস্যু দয়াল বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে তারা বাড়িতে পৌঁছায়।

জানা যায়, মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেদের মধ্যে ৭ জনের বাড়ি আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে। একজনের বাড়ি শ্যামনগরে ও আরেকজনের বাড়ি খুলনায়।

ফিরে আসা জেলেরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি গ্রামের মোঃ দাউদ আলী সানার ছেলে অজাহারুল ইসলাম, রুইয়ারবিল গ্রামের জুলফিকার সরদারের ছেলে আলমগীর হোসেন, একই গ্রামের শহর আলী গাজীর ছেলে হাফিজুর রহমান, আব্দুল হক সানার ছেলে মোঃ শাহীনুর আলম, দিঘালারাইট গ্রামের মোঃ আবু দাউদ জদ্দারের ছেলে মোঃ রাসেল, শ্রীপুর গ্রামের মোঃ রুহুল আমিন ঢালির ছেলে মোঃ শাহাজান ঢালী ও দৃষ্টিনন্দন গ্রামের মোঃ আনিচ সরদারের ছেলে নুরে আলম এবং শ্যামনগর উপজেলার বন্যতলা গ্রামের আবু তালেব এর ছেলে শাহ্ আলমসহ ৯জন।

ফিরে আসা জেলেরা জানান, মুক্তিপণের টাকা দিতে না পারায় বাকি ৬ জনকে এখনো আটক রেখেছে ডাকাতরা। এদের মধ্যে সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের মোঃ মহিজুদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, একই গ্রামের মোঃ নুরমান আলী সরদারের ছেলে অরাফাত হোসেন ও শামছুর রহমান গাজীর ছেলে শাহাজান গাজী।

অপহৃত চাকলা গ্রামের শাহাজান গাজীর স্ত্রী নাজমা খাতুন জানান, স্বামী বাড়ি আসছে খবর পেয়ে গতকাল রাত ৩টা পর্যন্ত জেগে বেড়িবাঁধের উপর বসে ছিলাম। কিন্তু প্রতাপনগরের সাতজন আসলেও আমার স্বামীসহ আমাদের চাকলা গ্রামের তিন জন ফিরে আসেনি। এত টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না। তিনি স্বামীকে মুক্ত করে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।প্রতাপনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গোলাম রসুল জানান, মাথাপিছু ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে অপহৃত ১৫ জেলের মধ্যে ৯ জনকে মুক্তি দিয়েছে ডাকাতরা। বাকি ৬ জনের মধ্যে আমার গ্রামের তিনজন রয়েছে। মুক্তিপণের টাকা দিতে না পারায় তাদেরকে এখনো জিম্মি করে রেখেছে ডাকাতরা।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী তার ইউনিয়নের সাতজন জেলে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকিদের কাছে নৌকা থাকায় এবং মুক্তিপণের টাকা পরিশোধ না হওয়ায় ডাকাতরা তাদেরকে ছাড়েনি।

প্রসঙ্গতঃ গত ২৭ জানুয়ারি সকাল আনুমানিক ভোর ৬টার দকে সুন্দরবনের ডাকাত দয়াল বাহিনী সদস্যরা সুন্দরবনের দুবলার চরের নিরীহ জেলেদের উপর আক্রমণ করে। এসময় দুঃসাহসী জেলেরা নিজেদের আত্মরক্ষার্থে ডাকাতদেরকে প্রতিহতের চেষ্টা করে এবং একই সাথে দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। ডাকাতদের সাথে জেলেদের হাতাহাতির একপর্যায়ে জেলেরা তিন ডাকাতকে জাল দিয়ে ধরে ফেলে। কিন্তু এসময় ডাকাতরা সেখান থেকে ১৫ জেলেকে ধরে নিয়ে যায়।

আর্জেন্টিনাকে পেছনে ফেলে সবার ওপরে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
আর্জেন্টিনাকে পেছনে ফেলে সবার ওপরে ব্রাজিল

আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। সেই ব্রাজিলই কিনা এখন পেছনে ফেলে দিয়েছে স্রেফ আর্জেন্টিনাকেই!

বি-গ্রুপের খেলায় আর্জেন্টিনার পর কলম্বিয়ার কাছেও হেরেছিল ব্রাজিল। চার ম্যাচের দুটিতেই হেরে কোনোমতে টুর্নামেন্টের ফাইনাল পর্বে জায়গা করে নেয় নেইমারদের উত্তরসূরীরা। তবে চূড়ান্ত পর্বে এসেই নিজেদের জাত চেনায় ব্রাজিল।

এই পর্বে পায়ের জাদু দেখিয়ে প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল। জয়ের হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে তারা।

মঙ্গলবার ভেনেজুয়েলার এস্তাদিও ওলিম্পিকো ডে লা ইউসিভি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একইদিনে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুব বিশ্বকাপের আয়োজন করবে চিলি। চলমান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের খেলা শেষে সেরা ৪ দল যাবে বিশ্বকাপে। সেরা চারের মধ্যে না থাকলেও আয়োজক দেশ হিসেবে খেলবে চিলি।

ফাইনাল পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল।

টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচই ঠিক করে দেবে কারা হবে চ্যাম্পিয়ন।

মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে গোল করেন ব্রাজিলের প্রাদো (১৫ মিনিটে), রায়ান (১৭ মিনিটে) ও সান্তানা (৭৮ মিনিটে)। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল অ্যাগুয়াও।

অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ভাগ্য নির্ধারণী গোলটি করেন আর্জেন্টিনার ইয়ান সুবিয়াব্রে (৮৬ মিনিটে)।

ঢাকার বায়ু দূষণ মোকাবিলায় ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ
ঢাকার বায়ু দূষণ মোকাবিলায় ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক

ঢাকার বায়ু দূষণ মোকাবিলায় নতুন ঋণ প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি গত বছর সেপ্টেম্বরের বন্যা থেকে পুনরুদ্ধার, জ্বালানি খাতে চাপ কমাতে একটি আধুনিক ও সুনির্দিষ্ট সামাজিক সহায়তা ব্যবস্থা তৈরি করতেও সহায়তা দেবে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্বব্যাংক ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার আজ বাংলাদেশ সফর শেষ করেছেন এবং দেশের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের জনগণের প্রতি বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবার ভিত্তি তৈরিতে অব্যাহত সহায়তার প্রস্তাব দিয়েছেন।

তিনি বাংলাদেশে চলমান এবং পরিকল্পিত বিশ্বব্যাংকের সহায়তা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। তিনি এ রাজনৈতিক রূপান্তরকালকে শাসনব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতির জন্য ব্যবহারের গুরুত্বের ওপর জোর দিয়েছেন, যা একটি ন্যায্য বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাইজার বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়াতে সরকারের বিভিন্ন সংস্কারে সহায়তা করছে বিশ্বব্যাংক। ব্যাংক রেজুলেশন এবং সম্পদ পুনরুদ্ধার, কর নীতি এবং রাজস্ব সংগ্রহ, ক্রয় এবং নিরীক্ষণ এবং জাতীয় পরিসংখ্যানের মান এবং স্বাধীনতা জোরদারে সহায়তা করা হচ্ছে। এ সংস্কারগুলো মধ্যমেয়াদে সমান সুযোগ তৈরি করতে এবং ব্যবসা ও জনগণের আস্থা বাড়াতে সহায়তা করবে।

তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরের বন্যা থেকে পুনরুদ্ধার, জ্বালানি খাতে চাপ কমাতে একটি আধুনিক ও সুনির্দিষ্ট সামাজিক সহায়তা ব্যবস্থা তৈরি করতে এবং ঢাকায় ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবিলায় সহায়তা করার জন্য বিশ্বব্যাংকের নতুন ঋণ প্রস্তুত করা হচ্ছে।

রাইজার এ সফরে অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।