খুঁজুন
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন, ১৪৩১

ভারতকে একজনের ওপর নির্ভরশীল না হতে বললেন হরভজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
ভারতকে একজনের ওপর নির্ভরশীল না হতে বললেন হরভজন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

জাসপ্রিত বুমরাহ চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না, এটা ভেবে ভেবেই যেন ভারতীয় ক্লান্ত। একজন ক্রিকেটের অভাব যেন খুব বেশি অনুভব করছেন তারা। বুমরাহ না থাকাটা দলের ওপর দারুণ প্রভাব ফেলবে বলে ধারণা অনেকের। ডানহাতি এই পেসারকে ছাড়া ভারতের শিরোপা জয়ের সম্ভাবনাও বেশি দেখছেন না কেউ কেউ।

ক্রিকেটাররাও বোধহয় ভিন্ন কিছু ভাবছেন না। অনেকের মধ্যে এ নিয়ে মানসিক চাপ ও হীনমন্যতা কাজ করতে পারে। সেসব ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিং।

হরভজন নিজের উত্তরসূরীদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘বুমরাহ ছাড়া খেলতে শিখো।’

হরভজন নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় বুমরাহর অনুপস্থিতি সত্ত্বেও ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেবারিট হিসেবে বেছে নিয়েছেন। ভারতের এই প্রাক্তন অফস্পিনার মনে করেন, ভারত এখনও বোলিং আক্রমণে বৈচিত্র্য ধরে রেখেছে এবং ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে।

তিনি মনে করেন, দলে অনেক অভিজ্ঞা ক্রিকেটার আছেন। রোহিত শর্মার রানে ফেরার বিষয়টি সামনে এনেছেন হরভজন।

সাবেক এই স্পিনার বলেন, ‘আমি এখনও বিশ্বাস করি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফেবারিট। (জাসপ্রিত) বুমরাহ একটি বড় শক্তি, যে ম্যাচ জেতাতে পারে। তবে বুমরাহ না থাকলেও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে, যেমন অর্শদিপ (সিং), (মোহাম্মদ) শামি, কুলদীপ (যাদব) এবং (রবীন্দ্র) জাদেজা।’

কেন ভারত ফেবারিট? হরভজনের ব্যাখ্যা, ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে বোলাররাও ভালো পারফর্ম করেছেন।

তিনি স্বীকার করেন, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে শেষ ওভারে বুমরাহর বোলিং মিস করা হবে। তবে তিনি মনে করেন, বড় টুর্নামেন্ট জিততে হলে দলকে বুমরাহ ছাড়া খেলতে শেখা উচিত।

হরভজন বলেন, ‘আমি ভারতকে ফেবারিট বলি কারণ এর সক্ষমতা রয়েছে। রোহিত (শর্মা) ফর্মে ফিরেছেন, বিরাট (কোহলি) রান করেছেন, শুভমান গিল এবং শ্রেয়াস আয়ার ধারাবাহিকভাবে রান করছেন। তাই ব্যাটিং এবং বোলিং দুই বিভাগই ভালো করছে।’

‘আমার মনে হয়, শেষ কয়েক ওভারে যখন প্রতিপক্ষের হাতে দুই-তিনটি উইকেট থাকবে এবং কিছু রান দরকার হবে, তখন বুমরাহর অনুপস্থিতি অনুভূত হবে। তবে আমি মনে করি, যদি আপনি টুর্নামেন্ট জিততে চান, তাহলে বুমরাহ ছাড়া খেলার কৌশল শিখতে হবে’ তিনি যোগ করেন।

অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট চলাকালীন চোট পান বুমরাহ। সিডনি টেস্টের সময় তিনি পিঠের ব্যথায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত ম্যাচের মাঝপথে সরে পড়েন।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও ছিলেন বুমরাহ। ভারতীয়দের প্রত্যাশা ছিল, টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সর্বশেষ স্বাস্থ পরীক্ষায় জানা গেছে, এখনও মাঠে ফেরার জন্য কিছুটা সময় প্রয়োজন বুমরাহর। যে কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিয়ে প্রধান পেসারকে দলে নিতে চায়নি।

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশন এর চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও
বাংলাদেশ টেনিস ফেডারেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাই সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের বেলকুচির মানুষ সবাই সুস্থ ও সামাজিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন এবং এমন সংবাদ পরিবেশন করবেন না যাতে আমাদের এলাকার ক্ষতি হয়। এমন সংবাদ পরিবেশনের বিষয়ে লক্ষ রাখান আহ্বান জানান। 

বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক তাকে স্বাগত জানানো হয়।

বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ন উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এসময় চুরির দায়ে  হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গতকাল শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈলগাছি গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে। 

বেলকুচি থানার ওসি মো: জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ন চুরির ঘটনা ঘটে। এঘটনায় মামলা হবার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টির বিয়ের বিয়ের গুঞ্জনে ব্যস্ত নেটিজেনরা। সম্প্রতি দুজনের একটি ভাইরাল ছবি গুঞ্জনকে উষ্কে দিয়েছে। ছবিটিতে শামীম ও বৃষ্টি বিয়ের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শামীম একটি ফেসবুকে ছবিটিপোস্ট করেছেন। এরপর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।

শামীম তার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।

তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

অভিনয় ক্যারিয়ারে একসঙ্গে জুটি গড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু।

অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।