খুঁজুন
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন, ১৪৩১

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ণ
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে এ প্রথম এক ভরি সোনার দাম দেড় লাখ টাকা ছাড়ালো।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ২, ৬ ও ১১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। এখন আবার দাম বাড়ানোর মাধ্যমে টানা সাত দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলো। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা। এর আগে কখনো সোনার এত দাম হয়নি। এতোদিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। ১১ ফেব্রুয়ারি থেকে আজ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়।

ভালো মানের সোনার রেকর্ড দাম হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে অন্যান্য সোনার দামও। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১১ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯০২ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়। আজ সোমবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে চরম বিরক্ত প্রীতি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে চরম বিরক্ত প্রীতি

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে যে যার মতো করে এক ধরনের অবাধ স্বাধীনতা ভোগ করছেন। ফলে অনেকে আবার লাগামছাড়া কারো বিষয়ে মন্তব্য করে, কারো প্রসঙ্গে বেফাঁস কথা বলে বিভিন্ন সংকট সৃষ্টি করছেন। এ থেকে সাধারণ মানুষ হতে শুরু করে তারকারাও বাদ যাচ্ছে না।

বিশেষ করে শোবিজের তারকাদেরকে নেটিজেনরা কড়া নজর রাখেন! নেটিজেনদের কথা বলার অবাধ স্বাধীনতা দেখে চরম বিরক্ত বলিউড তারকা প্রীতি জিনতা। সোশ্যাল মিডিয়ায় তার চোখে খারাপ কিছু পড়লে নেটিজেনদের তিনি ছাড় দেন না।

আর নেটিজেনদের উপদেশ দেওয়ার জন্য প্রীতি হাতিয়ার হিসেবে বেছে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যমকেই। নেটিজেনদের কথাবার্তায় ক্ষেপে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

প্রীতি জিনতা লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কী হয়েছে? সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেনো? কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাহলে সে ভক্ত হয়ে যায়। হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতবাসী কিংবা গর্বিত হিন্দু বলে জাহির করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।’

সেই পোস্টে প্রীতি আরও লেখেন, ‘এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেনো জেনকে বিয়ে করলাম? আমি তাকে বিয়ে করেছি কারণ আমি তাকে ভালোবাসি। আর হ্যাঁ, পুরো দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না। বুঝলেন?’ বিদেশি প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়েই সম্ভবত সম্প্রতি অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। তার পোস্টে তেমন ইঙ্গিতই পাওয়া গেছে। তবে প্রীতির এ পোস্ট কিন্তু দারুণ হিট। মনের কথা তুলে ধরার জন্য অনেকেই সমর্থন জানিয়েছেন প্রীতিকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ হঠাৎ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আয়োজকরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে এ কনসার্ট হওয়ার কথা ছিল।

আয়োজকরা জানিয়েছেন, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে জমকালো এ গানের আসর। খুব শিগগিরই নতুন তারিখসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

এই কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন নগর বাউল হিসেবে খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমস। এ কনসার্টে ব্যান্ড দল চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের অংশ নেওয়ার কথা ছিল।

জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেসব দেশীয় শিল্পীকে নিয়ে ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। খুব শিগগরিই কনসার্টের নতুন তারিখ জানাবেন আয়োজকরা।

ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: বিতর্কিত পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
ছ্যাঁকা কেবল তো শুরু, সারাজীবনই দেব: বিতর্কিত পরীমণি

সিনেমা নয়; ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনা-সমালোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। অনেকেই তাকে বিতর্কিত পরীমণি বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে এ চিত্রনায়িকাকে জড়িয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে।

শোনা যাচ্ছে, শেখ সাদীর সঙ্গে প্রেম করছেন পরী। এমন গুঞ্জনে ‘ঘি ঢাললেন’ পরীমণি নিজেই। ছ্যাঁকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এ নায়িকা। অবশ্য ভক্তরা তাকেও গালিও দিয়েছেন প্রাণ খুলে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’ প্রকাশের পর সেই গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন। ক্যাপশনে সাদা রঙের একটি ভালোবাসার ইমোজি দিয়ে তিনি লেখেন—‘দারুণ’।

সেই পোস্টের তলায় একজন মজার ছলে মন্তব্য করেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। ” জবাবে পরীমণি লেখেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’ পরীমণির এমন রসিকতায় মন্তব্যের ঘরে আরও অনেক রিঅ্যাকশন জমা হয়।

শেখ সাদীও পরীমণির পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দেন। তবে পরীমনি তাতে সন্তুষ্ট না হয়ে মজা করে পাল্টা মন্তব্য করেন, ‘লাল লাগবে আমার। ’

এটা কি সোশ্যাল মিডিয়ায় পরীমণির রসিকতা নাকি সত্য অভিব্যক্তি তা নিয়ে ভাবনায় পড়েছেন নায়িকার ভক্ত-অনুরাগীরা। সব মিলিয়ে গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন পরী। যদিও শেখ সাদী ও পরীমনি দুজনই কেবল বন্ধুত্ব হিসেবেই বিষয়টি ব্যাখ্যা করেছেন, তবে ভক্তদের মধ্যে কৌতূহল কমছে না।

অবশ্য সাদীর গান নিয়ে এটাই প্রথম অনুভূতি প্রকাশ নয় পরীমণির। এ মাসের শুরুতে সাদী প্রকাশ করেন ‘কুফা’ গানটি। সেই গানের জন্যও শুভকামনা জানিয়েছিলেন পরীমনি। লিখেছিলেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।

ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন।