খুঁজুন
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৪ চৈত্র, ১৪৩১

বেলকুচিতে ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: বৃদ্ধ গ্রেপ্তার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
বেলকুচিতে ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ: বৃদ্ধ গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুস সালাম (৬৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার( ২০ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের আব্দুস সালাম কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ছাত্রীটি মাদ্রাসায় পড়তে যাওয়ার পথে মাদ্রাসার  উপজেলার কামার পাড়া গ্রামের মৃত মোবারক আলীর মুন্সী ছেলে আব্দুস সালাম ছাত্রীকে তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করে আব্দুস সালামকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ণ
ঈদের সম্ভাব্য তারিখ জানাল সুপারকো

চলছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এই মাসের তৃতীয় দশকও শেষ হতে চলেছে। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে বিষয়েও চলছে আলোচনা। এমন অবস্থায় আসন্ন ঈদুল ফিতর আগামী সোমবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।

বুধবার (২৬ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ।

(Dawn.com (@dawn_com) March 26, 2025)

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) বুধবার জানিয়েছে, আগামী ২৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ৩০ মার্চ চাঁদ দেখা যাওয়ার এবং পরদিন ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈজ্ঞানিক মূল্যায়ন, জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণগত তথ্যের ভিত্তিতে শাওয়াল ১৪৪৬ হিজরি চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিয়েছে এই গবেষণা কেন্দ্রটি।

সুপারকোর বিবৃতিতে বলা হয়েছে, “সুনির্দিষ্ট জ্যোতির্বিদ্যার মডেল অনুসারে শাওয়াল মাসের নতুন চাঁদ (সংযোগ) আগামী ২৯ মার্চ বিকেল ৩:৫৮ মিনিটে দেখা যাবে। চাঁদের দৃশ্যমানতা নির্ভর করে চাঁদের বয়স, সূর্য থেকে এর কৌণিক বিচ্ছেদ, সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় অবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর।”

দক্ষিণ এশিয়ার পরমাণবিক অস্ত্রধারী দেশটির সরকারি এই সংস্থার মতে, আগামী ২৯ মার্চ সৌদি আরবে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পাকিস্তানের মতোই আগামী ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিরত উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আসন্ন ঈদুল ফিতরের বিষয়ে সুপারকোর এই পূর্বাভাস পাকিস্তানের আবহাওয়া বিভাগের পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ দেশটির আবহওয়া বিভাগও আগামী ৩১ মার্চ ঈদের পূর্বাভাস দিয়েছে।

পাকিস্তানের ফেডারেল সরকার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের জন্য তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন অনুসারে, আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছুটি চলবে।

জিও নিউজ বলছে, পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলালের কেন্দ্রীয় কমিটি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আগামী ৩০ মার্চ, ২০২৫ (রমজান ২৯, ১৪৪৬ হিজরি) রোববার সন্ধ্যায় আঞ্চলিক কমিটিগুলোর সাথে বৈঠক করবে। চাঁদ দেখা কমিটির এই সভা ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ও সামা টিভি জানিয়েছিল, জ্যোতির্বিদ্যার মডেল অনুসারে, আগামী ৩০ মার্চ পাকিস্তানে শাওয়ালের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

আর তেমনটি হলে ২৯ রোজা শেষেই রমজান মাসের সমাপ্তি এবং পরদিন ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৩:০২ পূর্বাহ্ণ
বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২০২৪-২০২৫ অর্থ বছরের এডিবি প্রকল্পের আওতায় তিনটি ট্রেডে শতাধিক প্রশিক্ষনার্থী যুব মহিলাদের বিউটিফিকেশন ও দর্জি প্রশিক্ষণ এবং যুবকদেরকে মোটর কার ড্রাইভিং শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। 

২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, জহুরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী,ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম মন্ডলসহ শতাধিক যৃুবক ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

নাটোরে বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
নাটোরে বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নাটোরে অসহায়, গরীব-দুঃখীদের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১২:৩০ ঘটিকায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে ধান হাটায় অসহায়, দুঃস্থ ১৫০ টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাউল, ১ টি দেশি মুরগি, ৫০০ গ্রাম তেল, ১ টি দুধের কৌটা, ১ কেজি লাচ্চা সেমাই ইত্যাদি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ হাই তালুকদার ডালিম, সভাপতি- জেলা যুবদল নাটোর।

বিশেষ অতিথি ছিলেন, মোঃ আনিসুর রহমান আনিস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- জেলা যুবদল নাটোর, মোঃ মারুফুল ইসলাম সৃজন, সাধারণ সম্পাদক- জেলা ছাত্রদল।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এম সময় হাসান, আহ্বায়ক- গুরুদাসপুর উপজেলা যুবদল।

এছারাও উপস্থিত ছিলেন, মোঃ আপেল সরকার, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ সুজাউদ্দৌলা সুজন, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ আরিফুল ইসলাম রবিউল, আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, শামিম আহম্মেদ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল, মোঃ ইসরাফিল শেখ, সাবেক সভাপতি, গুরুদাসপুর কলেজ শাখা ছাত্রদল ও সিনিয়র সদস্য গুরুদাসপুর উপজেলা যুবদল।

মোঃ এমদাদুল হক, যুগ্ন আহবায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মোঃ মাসুদ রানা প্রাং, যুগ্ম আহ্বায়ক, ঢাকা বাংলা কলেজ ছাত্রদল, মোঃ আলিম প্রাং, সদস্য, ঢাকা বাংলা কলেজ ছাত্রদল, শাকিল আহম্মেদ, আহববায়ক, গুরুদাসপুর পৌর ছাত্রদল, তোহা রহমান, সভাপতি, কলেজ ছাত্রদল, মোঃ রাঙ্গা মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা সেচ্ছাসেবক দল।

তাহসিন রহমান মিহাল, ১ নং সদস্য, গুরুদাসপুর পৌর ছাত্রদল, মোঃ ইমদাদ হক, সাধারন সম্পাদক, পৌর শ্রমিক দল, শেখ মোঃ সাহেদ, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর পৌর ছাত্রদল, এস আলম, সাবেক প্রচার সম্পাদক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ শাকিল ইসলাম, সদস্য সচিব, গুরুদাসপুর পৌর ছাত্রদল, শরীফ, সভাপতি, ৪নং ওয়াড গুরুদাসপুর প্রমুখ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।