‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নাম বদলের দাবি

সম্প্রতি রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে ঘোষিত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” নাম নিয়ে আপত্তি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ভবিষ্যতে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ভবিষ্যতে নানা বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা জানায় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপাচার্য বরাবর এই স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।
এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের নামকরণের বিষয়ে আপত্তি জানিয়ে এবং পরিবর্তনের জন্য ইউজিসি ও শিক্ষা মণ্ত্রণালয় বরাবর সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আপত্তির কারণ হিসেবে তারা উল্লেখ করেন:
১. নামজনিত বিভ্রান্তি:
“ঢাকা বিশ্ববিদ্যালয়” ও “ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়”- দুটি নামের মধ্যে মাত্র একটি শব্দের পার্থক্য রয়েছে এবং সংক্ষিপ্ত রূপ DU ও DCU অনেক কাছাকাছি যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।
২. স্থানীয় পর্যায়ে পরিচয়জনিত জটিলতা:
অনেকক্ষেত্রে স্থানীয় ও গ্রাম পর্যায়ে শিক্ষার্থী বা অভিভাবকরা সহজে পার্থক্য করতে পারবেন না, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অহেতুক ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন।
৩. টিউশন জালিয়াতি ও প্রতারণা:
নতুন নামের সাদৃশ্য থাকায় ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে টিউশন জালিয়াতি ও প্রতারণার ঘটনা করতে পারে।
৪. চাকরির বাজারে সমস্যা:
চাকরীর নিয়োগের সময় অনেক ক্ষেত্রে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিতে পারে।
৫. আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি:
ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীরা দুটি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি নামের জন্য বিভ্রান্তিতে পড়তে পারেন।
শিক্ষার্থীদের ৩ দফা দাবিসমূহ:
১. নতুন বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘‘ঢাকা’’ শব্দটি বাদ দিতে হবে।
২. বিভ্রান্তি এড়াতে সম্পূর্ণ ভিন্ন, স্বতন্ত্র মৌলিক একটি নাম নির্ধারণ করতে হবে, যেমন “বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়”) বা “মহানগর বিশ্ববিদ্যালয়”।
৩. ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে নাম পরিবর্তনের জন্য সুপারিশ করতে হবে।
আপনার মতামত লিখুন