খুঁজুন
রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র, ১৪৩১

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নাম বদলের দাবি

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নাম বদলের দাবি

সম্প্রতি রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে ঘোষিত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” নাম নিয়ে আপত্তি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ভবিষ্যতে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ভবিষ্যতে নানা বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা জানায় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপাচার্য বরাবর এই স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।

এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের নামকরণের বিষয়ে আপত্তি জানিয়ে এবং পরিবর্তনের জন্য ইউজিসি ও শিক্ষা মণ্ত্রণালয় বরাবর সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আপত্তির কারণ হিসেবে তারা উল্লেখ করেন:
১. নামজনিত বিভ্রান্তি:
“ঢাকা বিশ্ববিদ্যালয়” ও “ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়”- দুটি নামের মধ্যে মাত্র একটি শব্দের পার্থক্য রয়েছে এবং সংক্ষিপ্ত রূপ DU ও DCU অনেক কাছাকাছি যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

২. স্থানীয় পর্যায়ে পরিচয়জনিত জটিলতা:
অনেকক্ষেত্রে স্থানীয় ও গ্রাম পর্যায়ে শিক্ষার্থী বা অভিভাবকরা সহজে পার্থক্য করতে পারবেন না, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অহেতুক ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন।

৩. টিউশন জালিয়াতি ও প্রতারণা:
নতুন নামের সাদৃশ্য থাকায় ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে টিউশন জালিয়াতি ও প্রতারণার ঘটনা করতে পারে।

৪. চাকরির বাজারে সমস্যা:
চাকরীর নিয়োগের সময় অনেক ক্ষেত্রে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিতে পারে।

৫. আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি:
ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীরা দুটি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি নামের জন্য বিভ্রান্তিতে পড়তে পারেন।

শিক্ষার্থীদের ৩ দফা দাবিসমূহ:
১. নতুন বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘‘ঢাকা’’ শব্দটি বাদ দিতে হবে।

২. বিভ্রান্তি এড়াতে সম্পূর্ণ ভিন্ন, স্বতন্ত্র মৌলিক একটি নাম নির্ধারণ করতে হবে, যেমন “বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়”) বা “মহানগর বিশ্ববিদ্যালয়”।

৩. ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে নাম পরিবর্তনের জন্য সুপারিশ করতে হবে।

সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন প্রশাসন

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ
সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন প্রশাসন

নাটোরের সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুমিড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

জানা যায়, উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের উপর-কুমিড়া মৌজায় ২.৮৬ একর সরকারি ১নং খাস পুকুরের মধ্যে ৩ শতক জায়গা দখল করে দু-তলার ভিত্তি দিয়ে পাঁকা বাড়ি নির্মাণ করছিলেন মো. সাহিনুর ইসলাম। বিষয়টি জানার পর সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

সাহিনুর ইসলাম কুমিড়া গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, উপজেলার কুমিড়া গ্রামে একজন ব্যক্তি সরকারি পুকুর দখল করে বাড়ি নির্মাণ করছিলেন, বিষয়টি জানার পর সেখানে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির নেতা-কর্মীর নামে মামলা

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ণ
এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির নেতা-কর্মীর নামে মামলা

ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন (২৮)। এ ঘটনায় বিএনপির একাংশের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকালে এনায়েতপুর থানায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও ৮০-৯০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী  নিশ্চিত করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, এনায়েতপুর থানা বিএনপির  সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান সোহাগ শিকদার।

এদিকে এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও থানা বিএনপির সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদারের সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি। পাশাপাশি ঘটনার তদন্তে জেলা বিএনপির পক্ষ থেকে  তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এবং উক্ত কমিটি ইতিমধ্যেই প্রকৃত ঘটনা উদঘাটনের এনায়েতপুর ুএসে গোপনে প্রকাশ্যে তথ্য নিয়েছে তবে তারা এখনো রিপোর্ট দেননি। 

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে

বিএনপির সাবেক এমপি মেজর (অব:) মনজুর কাদের সমর্থক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় মনজুর কাদেরের সমর্থক ছাত্রদল নেতা কবির হোসেন গুরুত্বর আহত হয়, প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে ঢাকার ক্রেটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার  টার দিকে মারা যান।

সিরাজগঞ্জে পৌর ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে পৌর ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পৌর ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌর এলাকার ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে, শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবু সাঈদ সুইট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। 

সার্বিক সহযোগিতা ছিলেন, শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম। এসময়ে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ১ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মোঃ হাসিনুর রহমান, সাবেক ফুটবলার হেদায়েতুল ইসলাম ফ্রুট, শহর বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম জোয়ার্দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন রাজেশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর এলাকার ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির  কমিটি গঠন করার লক্ষ্য উক্ত যৌথ মতবিনিময় সভায় – ১নং ওয়ার্ড (মাছুমপুর-মাহমুদপুর) বিএনপির  সর্বসম্মতভাবে সভাপতি পদপ্রার্থী মোঃ ইবনে জায়েদ হাসু সভাপতি নির্বাচিত হন। এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় সম্মেলন প্রস্তুত কমিটি হতে সিদ্ধান্ত হয়নি। ২নং ওয়ার্ড (সয়াধানগড়া-দিয়ারধানগড়া)  ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী একাধিক প্রার্থী না থাকায় দিয়ারধানগড়ার মোঃ জয়নাল আবেদীনকে সর্বসম্মতিক্রমে সভাপতি  নির্বাচিত করা হয় বলে জানা যায়। এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা যায়। ৩ নং ওয়ার্ড (স্টেশন রোড় হতে বৃহত্তর বড় বাজার এলাকা) সভাপতি পদে একমাত্র পদপ্রার্থী ইকবাল হাসান খান চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী মোঃ মামুনুর রশীদ রুবেল এবং সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আনন্দ ঘোষ অন্যান্য প্রার্থী না থাকায় নির্বাচিত হন। উক্ত মতবিনিময় সভাটি সুন্দর সুশৃংখলভাবে সমাপ্ত করা  হয়।