দেশের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। গণঅভ্যুত্থানে আহত এবং শহীদদের পরবর্তী প্রজন্ম যাতে স্বাচ্ছন্দ্যে জীবনধারণ করতে পারে তার জন্য যা যা করা দরকার তার সবটাই সরকারকে করতে হবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় ১৫ নং স্টাফ কোয়ার্টার অডিটোরিয়ামে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীও একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বসে থাকতে পারে না। এরই অংশ হিসেবে আমরা প্রতিটি শহীদ পরিবারকে প্রথমিকভাবে দুই লাখ টাকা এবং আহতদের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দিয়েছে। আহতদের চিকিৎসায় সহযোগিতাও অব্যাহত থাকবে।
তিনি সরকারের কাছে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা ও প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক ইজ্জত উল্লাহ।
আপনার মতামত লিখুন