গাজা ইস্যুতে আকিজ গ্রুপের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে আকিজ গ্রুপের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইসরাইলদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।
এ সময় তাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করে।
আকিজ গ্রুপের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় তারা জিএমজি মোড় থেকে শুরু করে, শান্তা টাওয়ার হয়ে আড়ংয়ের পাশ দিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরাইল বাহিনী যে বর্বর গণহত্যা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং বিশ্বের সমস্ত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে তারা ইসরাইলের সমস্ত পণ্য বর্জনের ডাক দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে, আকিজ ভেনচার গ্রুপের মাননীয় ডিরেক্টর স্যার সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন