রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল: আইন উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আসলে বাংলাদেশকে বিপদে ফেলার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল।
রোববার (১৩ এপ্রিল) রাজধানীতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল জানান, বাংলাদেশ ব্যাংক থেকে ইতোমধ্যে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছে। এ ঘটনার তদন্তে একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে, যেখানে তিনিও সদস্য হিসেবে রয়েছেন। তিনি বলেন, ‘চুরি যাওয়া অর্থের মধ্যে এখনো ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়নি।’
রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘এই চুরির সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সঠিক আইনি দিকনির্দেশনা প্রদানের জন্য ড. কামাল হোসেন কাজ করবেন। আগামী তিন মাসের মধ্যেই তদন্তের অগ্রগতি জানা যাবে।’
আইন উপদেষ্টা আরও অভিযোগ করেন, ‘চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে অনেকে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।’
তিনি দাবি করেন, আগের সরকারের আমলে এই চুরির তদন্তে চরম গাফিলতি দেখা গেছে। ‘তদন্তের আগেই সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, যেন বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তা জড়িত, তাদের নাম অভিযোগপত্রে না দেওয়া হয়,’ বলেন ড. আসিফ নজরুল।
আপনার মতামত লিখুন