শাহজাদপুরে হত্যা মামলার আসামি সালাউদ্দিন গ্রেফতার
সিরাজগঞ্জে গত ইং ০৫ আগস্ট রাতে কয়েকজন লোক জনৈক সানোয়ার হোসেনের তালগাছি বাজারস্থ ভাঙ্গারির দোকানের মালামাল জোরপূর্বক উঠিয়ে নেওয়ার সময় সানোয়ার হোসেনের ভাগিনা বাদী আল আমিন তাদের বাধা-নিষেধ করলে এজাহারনামীয় লুণ্ঠনকারীরা বাদীকে মারধর করতে উদ্যত হলে বাদী আল আমিন ঘটনাস্থল হতে পালিয়ে আত্মরক্ষা করেন।
উক্ত ঘটনার জের ধরে গত ইং ০৮ আগস্ট ২০২৪ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় দুর্বৃত্তরা বাদীর পিতা হানিফ হোসেনকে শাহজাদপুর থানাধীন তালগাছি বাজারে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গুরুতর জখম করে।
পরবর্তীতে বাদীর পিতা হানিফ হোসেন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ-১৬ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রাত ১২.৩০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল ‘‘বগুড়া জেলার গাবতলী থানাধীন সোনারায় এলাকায়’’ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সালাউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও তার সাথে থাকা ০১ টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সালাউদ্দিন (৪৫), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-তালগাছি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন