বেলকুচিতে নিজের সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলো মা

সিরাজগঞ্জের বেলকুচির সুবর্ণসাড়া গ্রামে এক মা নিজ শিশু সন্তান মোহাম্মদ আলী (৩ মাস বয়স) কে পাশ্ববর্তী পুকুরে ফেলে হত্যা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রবিবার (১৮ মে) দিবাগর রাত থেকে মা ও শিশুকে খুঁজে পাওয়া না গেলে এলাকায় মাইকিং করা হয়। পরবর্তীতে খোঁজাখুজির একপর্যায়ে মা মনিজা খাতুনকে পৌরসভাস্থ মেসার্স আমেনা খাতুন ফিলিং স্টেশনের পাশে পাওয়া গেলে তার দেওয়া তথ্যানুযায়ী দুপুরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে আত্মীয় স্বজনরা। আত্বীয় স্বজনরা বলেন শিশুটির মায়ের মাথায় অনেক বড় মানসিক সমস্যা রয়েছে বলে নিজ সন্তানকে এমন ভাবে হত্যা করতে পারলো।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দেড় বছর পূর্বে তামাই কলিয়াপাড়া গ্রামের জান বক্সের ছেলে ইসহাক আলীর সাথে মনিজার বিবাহ হয়েছিল। সন্তান ডেলিভারির জন্য বাবার বাড়ি সুবর্ণা সাড়া এসেছিল তিনি। সন্তান ডেলিভারির পর অবধি পর্যন্ত বাবার বাড়ি ছিলেন। লোকজনকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তার মাথায় বড় ধরনের মানসিক সমস্যা রয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকেরিয়া হোসেন জানান নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবা মো: ইছাহক আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়াধীন আছে। তবে শিশুটির মায়ের মাথায় বড় ধরনের মানসিক সমস্যা আছে।
আপনার মতামত লিখুন