খুঁজুন
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন, ১৪৩১

নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

মোঃ আলম মৃধা স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ
নরসিংদীর শিবপুরে ফিড ব্যবসায়ীকে কু‌পি‌য়ে হত্যা

শিবপুরের মা‌ছিমপুর ইউ‌নিয়‌নের দ‌ত্তেরগাঁও মধ‌্যপাড়া গ্রা‌মের মৃত আরজু খানের ছেলে ফিড ব‌্যবসায়ী দৌলত হো‌সেন খান‌ (৫২)‌, কে কুপিয়ে হত‌্যা করে দুর্বৃত্তরা।

পা‌রিবা‌রিক ও বিভিন্ন সূ‌ত্রে জানা যায়, (২৮ সেপ্টেম্বর) সন্ত্রাসীরা সন্ধ‌্যা থে‌কেই চু‌রির ফাঁদ পে‌তে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রি করার পায়তারা ক‌রতে থা‌কে। টের পে‌য়ে নিহত দৌলত খান পো‌ল্টি ফা‌র্মের দুজন কর্মচা‌রি‌কে নি‌য়ে ঘর থে‌কে বের হন।

বা‌ড়ির প‌শ্চি‌মে ১০০ গজ দূ‌রে মোর‌শেদ ফ‌কি‌রের বা‌ড়ির পা‌শে গে‌লেই ওতঁপে‌তে থাকা সন্ত্রাসীরা দৌলত খান‌কে দেখেই দেশীয় অস্ত্র দি‌য়ে এলো পাতালি কোপা‌তে থা‌কে। এ সময় সন্ত্রাসীরা মোর‌শেদ ফ‌কি‌রের বা‌ড়ির ওঠা‌নে ফে‌লেও এলো পাতালি কোপায়। নিহত দৌলত‌ খা‌নের বু‌কের পাজর, লিঙ্গ, হাত ও পা কেটে ফে‌লে। সন্ত্রাসীরা দৌলত খা‌নের মৃত‌্যু নি‌শ্চিত হলে ওইখান থেকে চলে যায়। প‌রে পু‌লিশ এ‌সে নিহ‌তের লাশ উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতালে ম‌র্গে পাঠান।

‌দৌলত খানের দুজন কর্মচা‌রি জানান, পো‌ল্টি ফা‌র্মের কাজ শেষ ক‌রে শু‌য়ে পরি। প‌রে দৌলত দাদা আমা‌দের‌কে ডা‌কেন গা‌ড়ির ব‌্যাটা‌রি চু‌রি ক‌রে নি‌য়ে যাইতা‌ছে, আমরা বের হই। বের হ‌য়ে একটু সামনে গেলে ৮/৯ জন সন্ত্রাসী দৌলত দাদা‌র ওপর হামলা ক‌রে। প‌রে তি‌নি দৌড় দি‌তে চেষ্ঠা ক‌রলে তখন খু‌নিরা দাদা‌কে দা, কুড়াল দি‌য়ে কোপা‌তে থা‌কে ও আমাদের গলায় ছু‌ড়ি ধ‌রে রা‌খে। প‌রে দৌলত দাদা‌কে কু‌পি‌য়ে মৃত‌্যু নি‌শ্চিত ক‌রে চ‌লে যাওয়ার সময় আমরা ডাক চিৎকার শুরু করলে আশ-পা‌শের লোকজন বের হয়ে আসতে থাকেন এ সময় সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আমাদের শিবপুরে কিশোর গ্যাং এর অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা ব্যবসায়ীরা তাদের ভয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন এই কিশোর গ্যাং দের চিহ্নিত করে অতি শীগ্রই তাদেরকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে শিবপুর থানার অ‌ফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, রাত্রে পুনে দুইটার দিকে ৫/৭ জনের একটি দল ব্যাটারি চুরির একটি নাটক সাজিয়ে দৌলত খানকে কুপিয়ে হত্যা করে। আমরা নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছি। নিয়তের জানাজাও দাফন সম্পন্ন হয়েছে। আমরা হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নিবো।

হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:১১ অপরাহ্ণ
হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বাকি দুই কর্মকর্তা হলেন- হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমানে ট্যুরিস্ট পুলিশে কর্মরত ড. খ. মহিদ উদ্দিন।

বুধবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন তিনটিতে সই করেন।

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে জামিন শুনানির সময় বাদী পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না।

বুধবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুরের এ আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।

আব্দুল হামিদ বলেন, ‘অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি।’

এর আগে বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির পূর্বে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের হট্টগোলের কারণে শুনানি না করে এজলাস ছাড়েন বিচারক মো. হেমায়েত উদ্দিন।

পরে আদালত আজ বেলা আড়াইটাই মামলার জামিন শুনানির সময় নির্ধারণ করে দেন।

বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, নির্ধারিত আদালতে জামিন না পেয়ে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ। এ জাতীয় মিস কেসের ক্ষেত্রে এক সপ্তাহ পরে শুনানির জন্য তারিখ দেওয়া হলেও এখানে অস্বাভাবিক প্রক্রিয়ায় শুনানির তারিখ দেওয়া হয়েছে। আদালতে আমরা এর প্রতিবাদ করেছি। এ সময় দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আমাদের মনে হয়েছে বাদীপক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী শুনানিতে বাদীপক্ষ অংশ নেবে কি না আলোচনা করে জানাব।

আসামি পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, জামিন পাওয়া আসামির অধিকার। কিন্তু বাদীপক্ষ আদালতে হট্টগোল করেছেন। আমরা শুনানিতে অংশ নিয়ে জামিন চাইব।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্র-জনতা আহত হন। ওই ঘটনায় নির্দেশদাতা হিসেবে এমএ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় এমএ মান্নানকে।

চিনি আমদানিতে শুল্ক কমাল এনবিআর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
চিনি আমদানিতে শুল্ক কমাল এনবিআর

চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার ফলে বাংলাদেশি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং বন্যা পরিস্থিতির কারণে শিশু খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। এতে বিভিন্ন পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কর ছাড়ের মাধ্যমে চিনির বাজার দর সহনীয় ও স্থিতিশীল রাখার উদ্যোগ নিয়েছে।

অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে এনবিআর জানায়, রেগুলেটরি ডিউটি ১৫ শতাংশ কমানোর মাধ্যমে আমদানি পর্যায়ে প্রতি কেজি অপরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১১ দশমিক ১৮ টাকা এবং পরিশোধিত চিনির ওপর শুল্ক কর ১৪ দশমিক ২৬ টাকা কমানো হয়েছে। এতে কেজি প্রতি চিনির দাম কমপক্ষে শুল্ক হ্রাসের সমপরিমাণ কমে আসবে।

এর আগে গত ৬ অক্টোবর এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ট্যারিফ কমিশন রমজানের আগে দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে চিনি আমদানির ওপর আরোপ করা নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) অর্ধেক করার সুপারিশ করেছিল। পাশাপাশি চিনি চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পরামর্শও দিয়েছিল সংস্থাটি।