খুলনার গদাইপুর ইউনিয়নের কেন্দ্রীয় মন্দিরে জামায়াতে ইসলামীর মতবিনিময়
আজ (৬ অক্টোবর) খুলনার পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শ্রীশ্রী রাম কৃষ্ণ সেবাশ্রমে জামায়াত নেতৃবৃন্দের একমত বিনিময় অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭ টায় শ্রী কল্লোল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদের সদস্য মাওঃ এস এম আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রশিবির দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ আবু জার গিফারী।
গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ এসএম আব্দুল মজিদ। ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ আক্তারুজ্জামান ও সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান মুসা।
আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মঈনুল ইসলাম, আবুল কালাম আজাদ,ডি এম হারুনুর রশিদ, আব্দুল গনি, আব্দুল কাদের সহ গদাইপুর ইউনিয়নের স্থানীয় নজামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এদেশে মুসলমানদের যেমন অধিকার হিন্দুদেরও তেমনই অধিকার। আগামী শারদীয় দুর্গোৎসবে যাতে কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে বলেন। প্রয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামের সকল নেতাকর্মী মন্দির পাহারা দেবে।
আপনার মতামত লিখুন