খুঁজুন
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ, ১৪৩১

বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ণ
বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা

আওয়ামী পন্থি ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’।

পোস্টের কমেন্টে তিনি লেখেন, ‘এই খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷’

একই পোস্টের আরেক কমেন্টে তিনি লেখেন, ‘যেখানে আমার শহিদ ভাইবোনদের মা-বাবার কান্না থামেনি, আহত ভাইবোনদের ক্ষত শুকায়নি সেখানে শকুনরা জেগে উঠার সাহস করছে! এদের প্রতিহত করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত।’

কমেন্টে তিনি লেখেন, ‘যে যেখানে আছেন, চলে আসবেন ৷ শকুনদের শেকড় উপড়ে ফেলতে হবে। আগামীকাল আবার দেখা হবে রাজপথে।’

কমেন্টে আরও লেখেন, ‘সকাল ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসাথে হাইকোর্ট অভিমুখে যাত্রা ৷ আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে।’

তার স্ট্যাটাসে এক ঘণ্টায় ১৫১ হাজার লাইক ও ৫ হাজার শেয়ার হয়। স্ট্যাটাসের নিচে ১৬ হাজার কমেন্ট দেখা যায়।

কমেন্টে রায়হান আহমেদ তামীম নামে একজন লিখেছেন, আপনারা বারবার ছাত্রলীগ নিষিদ্ধ করার কথা বলছেন, কিন্তু কার্যকরী ভূমিকা দেখতে পাচ্ছি না। শুধু ছাত্রলীগ না, বরং খুন-গুম, হত্যার অপরাধে আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে হবে। সেইসাথে ফ্যাসিস্ট সরকারের অপকর্মের সহযোগী সকল কালপ্রিটকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ইতিহাসে নজির হয়ে থাকে।

উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা  অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ
উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা  অনুষ্ঠিত

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া সিরাজগঞ্জের আয়োজনে, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়া   উপজেলার মোহনপুর ইউনিয়ন লাহড়ীমোহন পুর দাখিল মাদ্রাসা ও স্কুল মাঠে বংকিরাট ব্লকে প্যাটার্নের নামঃ সরিষা-বোরো-পতিত। 

উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, খামারবাড়ি ঢাকা এর পরিচালক, সরেজমিন উইং, ডিএই, কৃষিবিদ সরকার শফি উদ্দীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল বগুড়ার অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন, তেলতাজীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প বগুড়া অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, ডিআই, খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মশকর আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী। 

অনুষ্ঠান পরিচালনা করেন, উল্লাপাড়া উপজেলার কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার আসয়াদ বিন খলিল রাহাত।  

এসময়ে উল্লাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সরোয়ার হোসেন, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রমজান আলী, মোঃ আলমগীর হোসেন,  মোঃ আল্লামা ইকবাল, স্বপন কুমার বসাক, মোঃ হাদিদুল ইসলাম মোঃ আব্দুল আলিম, মোঃ মান্নাফ হোসেন, মোঃ বসির উদ্দিন, মোঃ সোহেল আরমান সহ আরো উপ-সহকারী গণ এবং কৃষক-কষাণীগন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নরসিংদীর শিবপুরে ভদ্রবেশী মাদক কারবারী গ্রেফতার

মোঃ আলম মৃধা, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ
নরসিংদীর শিবপুরে ভদ্রবেশী মাদক কারবারী গ্রেফতার

শিবপুরে মোছাঃ জেসমিন আক্তার নামে এক ভদ্রবেশী মাদক কারবারীকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। আজ (২৫ ডিসেম্বর) এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার এসআই হাসানের নেতৃত্বে একটি চৌকস দল গতকাল সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে চক্রধা ইউনিয়নের চক্রদা পূর্ব পাড়া অভিযান পরিচালনা করে মোছাঃ জেসমিন আক্তারের নিজ বাড়ি থেকে “১৫০ পিছ” ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে শিবপুর মডেল থানার মামলা নাম্বার ১৬(১৩)২৪ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ১০ক /৪১ রুজু করা হয়।

তিনি আরো জানান, পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর পুর্বপাড়া এলাকার মোঃ কাউসার মিয়ার স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার।