শাহবাগে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের কথিত কর্মসূচির প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। সমাবেশে শিবির সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা যেভাবে সাধারণ ছাত্রদের হত্যা করেছে ইতিহাসে তার একটিমাত্র নজিরও নেই।
রোববার (১০ নভেম্বর) দুপুর ৩টা থেকে এ সমাবেশ শুরু হয়। মুলত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায় শহীদ নুর হোসেন দিবসকে ঘিরে অবস্থান কর্মসূচি পালন করবে।
এর আগে পালাতক শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যেখানে শোনা যায়- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে সমাবেশ করার নির্দেশ দেন শেখ হাসিনা। এর পরেই বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিহত করার ঘোষণা দেয়।
এরই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সমাবেশটি শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম,ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি এস এম সালাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি ঢাকা মহানগর দক্ষিণ এর এসিস্টেন্ট সেক্রেটারি দেলওয়ার হোসাইন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সমাবেশে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন বলে,”যে শাহবাগে জামায়াতের নেতাদের ফাঁসির জন্য আন্দোলন করা হয়েছিল সেখান থেকেই ফ্যাসিবাদের পতন ডাক উঠেছিলো।বক্তব্যের মাঝে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর এক নেতা বলেন”গর্ত থেকে উঁকি-ঝুকি দিলে গর্তের ভিতরেই আঘাত করা হবে”।
সমাপনী বক্তব্যে শিবির সভাপতি বলেন,”জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে সাধারণ ছাত্রদের হত্যা করেছে ইতিহাসে তার একটিমাত্র নজিরও খুজে পাওয়া যাবে না।”
পরে বেলা ৪.৩০ মি. এর দিকে বক্তব্য শেষ করে। শাহবাগ মোড় থেকে রমনা পার্ক হয়ে রেলভবনের সামনে দিয়ে গুলিস্তান প্রদক্ষিণ করে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট এ গিয়ে মিছিলটি শেষ হয়।
আপনার মতামত লিখুন