বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নক্ষত্রের পতন
জুলাই বিপ্লবের আরো একজন সাহসী বীরের শাহাদাতবরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর)সকাল ৯.৩০মি. এর দিকে সিএমএইচ হাসপাতালে মারা যান তিনি। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রজিউন।
মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার ও সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।
গত জুলাই বিপ্লবে আন্দোলনরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে সিএমএইচ এ নিউরো সার্জারী বিভাগে চিকিৎসারধীন ছিলেন।মাথায় আস্তোপচার করেও বাঁচানো যায় নি মেধাবি এই শিক্ষার্থীকে।
তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ, অধ্যাপক ডক্টর কাকলী মুখোপাধ্যায়,উপাধ্যক্ষ ডঃ ফরিদা ইয়াসমিন, কলেজপ্রশাসনসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
এদিকে আজ বিকেল বাদ আসর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে ও সন্ধ্যায় বাদ মাগরিব ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজ অনুষ্ঠিত হবে। তবে পারিবারিক ভাবে জানাযা নামাজের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দেশের জন্য তার এই আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না।
আপনার মতামত লিখুন