‘বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত। আমরা সবার জন্য বন্দর উন্মুক্ত রাখব। বাংলাদেশে কি শুধু একটা দেশের জাহাজ আসবে? আমরা কি কারও কাছে বন্দি নাকি যে, শুধু তাদের সেবা করব?
মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তান থেকে আসা জাহাজটি মিডল ইস্ট থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের দেশে এসেছে। আমাদের দেশে কি জাহাজ আসা নিষেধ আছে? আমার দেশ সবার জন্য খোলা। খেজুর, পেঁয়াজ, আলু—এগুলো সামনের রোজার সময় দরকার হবে। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।
দেশের বিভিন্ন স্থানে গণহারে দায়ের হওয়া মামলার অধিকাংশ ভুয়া মন্তব্য করে তিনি বলেন, এসব মামলার বেশির ভাগ ভুয়া। আগে ভুয়া মামলা করতো পুলিশ। তারা ১০টা নাম আর ৫০টা বেনামি আসামি দিতো। এখন জনগণ দিচ্ছে ১০টা নাম ৫০টা বেনাম।
তিনি আরও বলেন, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি। তবে পুরোপুরি সন্তোষজনক নয়। এবার পূজার সময় পরিস্থিতি ভালো ছিল। তবে এটার কথা সেভাবে প্রচার হয়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নেই।
তিনি বলেন, যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেননি তারা আমাদের চোখে ক্রিমিনাল। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাশ্ববর্তী দেশের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যার কাউন্টার দিতে পারবেন? আমি বললে বিশ্বাস করবেন না। আমাদের যে ভুল হয় না তা নয়, আমাদের ভুল হলে ধনিয়ে দেন। আমাদের কেউ যদি অপরাধ করে প্রকাশ করুন। কিন্তু মিথ্যা বা ভুল সংবাদ দেবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়।
আপনার মতামত লিখুন