মাইক্রোবাসের ধাক্কায় যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
রাজধানীর খিলগাঁও থানার তিলপা পাড়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ আরিফ(১৮) নামে এক যুবক চিকিৎসাধীন ঢামেকে মৃত্যু হয়েছে।
শুক্রবার(০৬ ডিসেম্বর)ভোরের দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত(৩০ নভেম্বর)দুপুর দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার পুলিশে উপ-পরিদর্শ (এস আই) মোঃগোলজার হোসেন জানান, আমরা খবর পেয়ে শুক্রবার(০৬ ডিসেম্বর)সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গের ট্রলির উপর থেকে মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কলেজ মর্গে পাঠানো হয।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত যুবক খিলগাঁও শিল্পা পাড়া 9 নং রোড মসজিদ এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হয়,পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতে বাবা আব্দুল মালেক জানান, আমার ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিওনের চাকরি করে। গত ৩০ তারিখে দুপুরের দিকে তিলপা পাড়া ৯ নং রোড এলাকার মসজিদ এর পাশে রাস্তা হেঁটে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস আমার ছেলেকে ধাক্কা দেয়।এতে আমার ছেলে গুরুতর আহত হন, পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলের মৃত্যু হয়। এই দুর্ঘটনা ব্যাপারে থানায় একটি মামলা হলেও তাদেরকে আটক করা হয়, এরা প্রভাবশালী হওয়ার কারণে তারা কোর্টে থেকে জামিনে বের হয়ে আসে বলেও জানান তিনি।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ভেলাকোপা গ্রামে।বর্তমানে খিলগাঁও তিলপা পাড়া এলাকায় থাকতেন। আমার তিন ছেলে সে ছিল বড়।
আপনার মতামত লিখুন