ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব ইঞ্জি. হাসান রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের অভিযোগ

ঢাকাস্থ মোহাম্মদপুর থানা, ১২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব ইঞ্জিনিয়ার হাসান রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অনৈতিকভাবে গ্রেপ্তারের অভিযোগ করেছেন হাসানের পরিবার বর্গ ও এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
পরিবারের পক্ষে মো: মেহেদী আহসান গুড্ডু লিখিত বক্তব্যে বলেন ‘মোহাম্মদপুর ইকবাল রোডে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন বসবাস করে আসছি। ভিকটিম ইঞ্জিনিয়ার হাসান রহমান আমার শ্যালক, একজন সুশিক্ষিত ব্যক্তি। তিনি দীর্ঘ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতির সাথে জড়িত, তিনি ৩২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব এবং জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ আহত সৈনিক।
জনাব মো: মেহেদী আহসান গুড্ডু বলেন,
বিগত ৭ ইং মে দিবাগত রাত আনুমানিক ১২-০০ ঘটিকায় প্রশাসন তাঁকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রসাশন তাঁকে তুলে নেওয়া হয়েছে। মেহেদী হাসান বলেন, ভোর রাতে হাসান রহমান কে নিয়ে প্রশাসনের সদস্য বৃন্দ আমার বাসায় আসেন এবং রুম তল্লাশী করে ঘরে রাখা ব্যক্তিগত নগত ৬০,০০০/- (তিষট্টি হাজার) টাকা এবং সংসারে ব্যবহৃত দাঁ ও ব্যবহৃত চাঁপাতি পায়।
পরদিন মোহাম্মদপুর থানা থেকে জানা যায়, শ্যালক ইঞ্জি. হাসানের বিরুদ্ধে ০৩ টি মামলা হয়েছে এবং এ প্রক্রিয়ায় তাকে জেল হাজতেও পাঠানো হয়েছে। জনাব হাসান দাবী করেন, মামলায় আনিত অভিযোগের সাথে তাঁর শ্যালকের বিন্দুমাত্র সমপর্ক নেই, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সে ইতিপূর্বে ও কোন অপকর্মে জড়িত ছিল না৷
সংবাদ সম্মেলনে অভিযুক্তের বড় ভাইসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য, ইঞ্জি. হাসানকে নির্দোষ দাবী করেন এবং নিরুপায় হয়ে সবার সুদৃষ্টি কামনা করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করেন
আপনার মতামত লিখুন